নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের একটি আদালত এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমকে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২৭৮ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের দুই মামলায় আজ সোমবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, রূপালি ব্যাংক, আগ্রাবাদ শাখার ১৭৪ কোটি ৩০ লাখ ১ হাজার ৮১৪ টাকা ঋণখেলাপির মামলায় ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমকে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ এবং একই ব্যাংকের ১০৩ কোটি ৮৫ লাখ ২ হাজার ৪৪৬ টাকা ঋণখেলাপির অন্য একটি মামলায় তাঁদের আরও পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন আদালত।
আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৮ সালে উল্লিখিত দুজনের বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করা হয় ব্যাংকের পক্ষ থেকে। ২০২০ সালে এই মামলায় রায় ঘোষণা করা হয়। এই মামলার সূত্র ধরে খেলাপি ঋণ আদায়ে সম্প্রতি জারি মামলা দায়ের করা হয় ব্যাংকের পক্ষ থেকে। সুদে আসলে ১৭৪ কোটি ৩০ লাখ ১ হাজার ১১৪ টাকা ২০ পয়সার খেলাপি ঋণ উদ্ধারে ব্যাংকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হলে সোমবার বিচারক দুজনকে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ প্রদানের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দেন।
একইভাবে ব্যাংকের একই শাখা কর্তৃপক্ষের তরফ থেকে আরেকটি অর্থঋণ মামলা দায়ের করা হয় উল্লিখিত দুজনের বিরুদ্ধে। এই মামলায় রায় হয় ২০২০ সালে। এই রায়ের ওপর ভিত্তি করেই সম্প্রতি অর্থঋণ জারি মামলা দায়ের করা হয় বিচারক মুজাহিদুর রহমানের আদালতে। মামলায় মোট ১০৩ কোটি ৮৫ লাখ ২ হাজার ৪৪৬ টাকা খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের পক্ষ থেকে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিচারক উভয়কে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ প্রদানের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন।
চট্টগ্রামের একটি আদালত এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমকে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২৭৮ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের দুই মামলায় আজ সোমবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, রূপালি ব্যাংক, আগ্রাবাদ শাখার ১৭৪ কোটি ৩০ লাখ ১ হাজার ৮১৪ টাকা ঋণখেলাপির মামলায় ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমকে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ এবং একই ব্যাংকের ১০৩ কোটি ৮৫ লাখ ২ হাজার ৪৪৬ টাকা ঋণখেলাপির অন্য একটি মামলায় তাঁদের আরও পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন আদালত।
আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৮ সালে উল্লিখিত দুজনের বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করা হয় ব্যাংকের পক্ষ থেকে। ২০২০ সালে এই মামলায় রায় ঘোষণা করা হয়। এই মামলার সূত্র ধরে খেলাপি ঋণ আদায়ে সম্প্রতি জারি মামলা দায়ের করা হয় ব্যাংকের পক্ষ থেকে। সুদে আসলে ১৭৪ কোটি ৩০ লাখ ১ হাজার ১১৪ টাকা ২০ পয়সার খেলাপি ঋণ উদ্ধারে ব্যাংকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হলে সোমবার বিচারক দুজনকে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ প্রদানের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দেন।
একইভাবে ব্যাংকের একই শাখা কর্তৃপক্ষের তরফ থেকে আরেকটি অর্থঋণ মামলা দায়ের করা হয় উল্লিখিত দুজনের বিরুদ্ধে। এই মামলায় রায় হয় ২০২০ সালে। এই রায়ের ওপর ভিত্তি করেই সম্প্রতি অর্থঋণ জারি মামলা দায়ের করা হয় বিচারক মুজাহিদুর রহমানের আদালতে। মামলায় মোট ১০৩ কোটি ৮৫ লাখ ২ হাজার ৪৪৬ টাকা খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের পক্ষ থেকে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিচারক উভয়কে পাঁচ মাস করে দেওয়ানি আটকাদেশ প্রদানের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দিয়েছেন।
নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেখাম ছাড়া নারী দিবসের চিঠি দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির ওপর ক্ষিপ্ত হয়েছেন জামায়াতের এক কর্মী। এমনকি ওই কর্মকর্তাকে সালথা ছেড়ে চলে যেতে বলা হয়। আজ বৃহস্পতিবার মহিলা কর্মকর্তার মোবাইল ফোনে এ কথা বলেন ওয়ালি উজ জামান নামের এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আরাফাত মামুন রাউজানে যুবদলের নেতা হিসেবে পরিচিত। বিএনপির সক্রিয় রাজনীতি করলেও তাঁর কোনো পদ-পদবি নেই।
১ ঘণ্টা আগে