Ajker Patrika

প্রথমবার মোংলা বন্দর জেটিতে ভিড়ল ৮ মিটার গভীরতার জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
প্রথমবার মোংলা বন্দর জেটিতে ভিড়ল ৮ মিটার গভীরতার জাহাজ

মোংলা বন্দরের সক্ষমতায় যুক্ত হলো আরও একটি অধ্যায়। বন্দর জেটিতে ভিড়েছে আট মিটার গভীরতার বিদেশি জাহাজ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ৬ নম্বর জেটিতে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি মার্কস ইয়ামেন’ জাহাজটি নোঙর করে। জাহাজটিতে পণ্য নিতে ১৭৯টি খালি কন্টেইনার এসেছে। 

এদিকে এর আগে এত ড্রাফটের (গভীরতা) কোনো জাহাজ জেটিতে নোঙর করেনি। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ গতকাল রাত ১০টায় এই তথ্য নিশ্চিত করেন। 

এমভি মার্কস ইয়ামেন জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেডের ব্যবস্থাপক এম এন আলম বলেন, ‘জেটিতে প্রতিনিয়ত খনন করার ফলে মোংলা বন্দর কর্তৃপক্ষ এত বড় সাফল্য অর্জন করল। জেটিতে খননের ফলে তারা আট মিটার গভীরতার জাহাজ ভেড়াতে পেরেছেন। 

এম এন আলম আরও বলেন, ১৭৯টি খালি কন্টেইনার নিয়ে জাহাজটি সোমবার নোঙর করে। তবে এই জাহাজেই প্রায় ৩০০ কন্টেইনার ভর্তি এক্সপোর্ট গুডস পণ্য রপ্তানি হবে। আজ মঙ্গলবার জাহাজটি এই পণ্য নিয়ে বন্দর ত্যাগ করবে। 

এ ছাড়া জেটিতে খননের ফলে এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ অনায়াসেই এখানে নোঙর করবে। এর আগে গভীরতা না থাকায় সাত থেকে সাড়ে সাত মিটারের জাহাজে করে কন্টেইনার বা অন্যান্য পণ্য আমদানি করা হতো বলে জানান মোংলা বন্দর ব্যবহারকারী এম এন আলম। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ আজকের পত্রিকাকে বলেন, মোংলা বন্দর জেটিতে আট মিটার গভীরতার জাহাজ ভিড়েছে। এ ক্ষেত্রে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেল। দীর্ঘদিন ধরে বন্দরের নিজস্ব খননের ফলে এ সফলতা এসেছে। এখন থেকে আট মিটার গভীরতার জাহাজ আসতে আর কোনো বাধা থাকবে না। 

শাহীন মজিদ আরও বলেন, ভবিষ্যতে সাড়ে আট থেকে নয় মিটার গভীরতার জাহাজ কীভাবে এখানে ভেড়ানো যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। এ ছাড়া বন্দরের অধিকতর সক্ষমতা বৃদ্ধিতে বড় কর্মযজ্ঞ চলছে। যা এরই মধ্যে দৃশ্যমান হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত