ফরিদগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
Thumbnail image

চাঁদপুরের ফরিদগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে মো. সুজন (২৪) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। 

সুজন রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের মো. শামসুল হকের ছেলে। 

বুদ্ধিপ্রতিবন্ধী সুজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’ 

সুজনের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহিম খলিল জানান, সুজন বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। প্রতিবন্ধী হলেও শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একটি পরিত্যক্ত ঘরে সুজন একাই থাকতেন। গতকাল রোববার রাত ৩টার দিকে পরিবারের লোকজন ওই ঘরে গিয়ে দেখেন সুজনের লাশ ঝুলছে। পরে তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন। আজ সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত