Ajker Patrika

লক্ষ্মীপুর-১: নৌকা-ঈগল সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর-১: নৌকা-ঈগল সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. আনোয়ার হোসেন খাঁন ও স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১ জানুয়ারী) রাতে উপজেলার দরবেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেনসহ ১০ জন আহত হয়েছে। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে ৪ জনকে ভর্তি ও ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দরবেশপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকের সমর্থনে গণসংযোগ করা হচ্ছিল। এ সময় নৌকার প্রার্থী ডা. আনোয়ার হোসেন খানের সমর্থনে সেখানে পাল্টা গণসংযোগ শুরু করে সমর্থকেরা। একপর্যায়ে নৌকার পক্ষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এ নিয়ে দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, আলমগীর হোসেন শেখ, ফিরোজ আলম ভুট্টু, আনোয়ার হোসেন ও মো. নুরু মোল্লাসহ ১০ জন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন অভিযোগ করে বলেন, গণসংযোগ শুরু হওয়ার পর থেকে নৌকার প্রার্থীর লোকজন আমার সমর্থকদের ওপর হামলা অব্যাহত রেখেছে। গণসংযোগ চলাকালীন সময়ে হামলা চালিয়ে ১০ জনকে আহত করে। এর আগে একইদিন সকালে পশ্চিম বিঘা এলাকায় গণসংযোগ চালানোর সময় নারী কর্মী শাহনাজ খানমের হাত ভেঙে দেয় নৌকার লোকজন।

তবে নৌকার প্রার্থী ডা. আনোয়ার হোসেন খাঁন অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, স্বতন্ত্র প্রার্থী পবনের সমর্থকেরা নৌকার সমর্থকদের ওপর হামলা করেছে। এছাড়া আমাকে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয় আমি জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান হোসেন বলেন, নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সকালে নারী কর্মীর হাত ভেঙে দেওয়ার অভিযোগে রাকিব হোসেন ও মমিনুল আলম ওরফে ইমনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত