বান্দরবানের সাত উপজেলায় হবে সাতটি মিনি স্টেডিয়াম

বান্দরবান, প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২১, ১২: ৫৪
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৪: ৩১

বান্দরবানের সাত উপজেলায় নির্মাণ করা হবে সাতটি মিনি স্টেডিয়াম। সর্বপ্রথম শুরু হবে থানচি উপজেলা স্টেডিয়ামের নির্মাণকাজ। এই স্টেডিয়াম হবে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের অর্থায়নে। এসব তথ্য দিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। গতকাল শুক্রবার বান্দরবান ডনবস্কো উচ্চবিদ্যালয় মাঠে ফাদার লিও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, 'বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের ফলে এখন তৃণমূলেও খেলাধুলার বিকাশ হচ্ছে। খেলাধুলা একেবারে তৃণমূলে পৌঁছানোর জন্য উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম করা হচ্ছে।'

মন্ত্রী আরও বলেন, 'প্রতিটি মিনি স্টেডিয়ামের জন্য ৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বান্দরবানে সর্বপ্রথম থানচি উপজেলায় এই মিনি স্টেডিয়ামের কাজ শুরু হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।' এতে করে প্রত্যন্ত এলাকায়য়ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে এবং নতুন খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত