Ajker Patrika

নোয়াখালীতে উন্মুক্ত পার্কের দাবিতে নাগরিক অধিকার আন্দোলনের কর্মসূচি

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে উন্মুক্ত পার্কের দাবিতে নাগরিক অধিকার আন্দোলনের কর্মসূচি

নোয়াখালীতে সকল বয়সী মানুষের জন্য আধুনিক ও নান্দনিক পৌর পার্কের দাবিতে মানববন্ধন-সমাবেশ করা হয়েছে। পরে জেলা প্রশাসক (ডিসি) ও নোয়াখালী পৌরসভার মেয়র বরাবর স্মারকলিপি দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের বড় দিঘিকে ঘিরে শিশু বিনোদনের জন্য শিশু পার্ক, জ্যেষ্ঠ নাগরিকদের জন্য ওয়াকওয়ে নির্মাণের দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, শত বছরের পুরোনো প্রথম শ্রেণির নোয়াখালী পৌরসভা হলেও এ শহরে আজ পর্যন্ত নাগরিকদের জন্য কোনো বিনোদন কেন্দ্র গড়ে ওঠেনি। এ সময় তাঁরা নোয়াখালী জেলা শহর মাইজদীকে একটি পরিচ্ছন্ন, বসবাস উপযোগী আধুনিক শহর হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। নাগরিকদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন নাগরিক অধিকার আন্দোলনের সদস্যসচিব জামাল হোসেন বিষাদ, বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাসুদ কাইয়ুম প্রমুখ।

এ ছাড়া মানববন্ধন-সমাবেশে শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত