Ajker Patrika

সাইকেলে বাংলাদেশ ভ্রমণে ভারতের ১৬ নাগরিক 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৫: ১২
সাইকেলে বাংলাদেশ ভ্রমণে ভারতের ১৬ নাগরিক 

বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে দেখতে ব্রাহ্মণবাড়িয়ার রানার্স কমিউনিটি ও ব্রাহ্মণবাড়িয়া সাইক্লিস্টের আমন্ত্রণে চার দিনের সফরে বাইসাইকেলে চড়ে বাংলাদেশ এসেছেন ভারতের ১৬ জন নাগরিক। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তাঁরা। এ সময় শূন্যরেখায় ভারতীয় দলটিকে ফুল দিয়ে স্বাগত জানান আখাউড়া রানার্স ও কুমিল্লা সাইক্লিস্টের সদস্যরা। 

পরে সাইকেল নিয়ে বাংলাদেশে আসা ১৬ ভারতীয় পৌরসভার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজে যাত্রাবিরতি নেন। সেখানে থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন তাঁরা। 

শূন্যরেখায় ভারতীয় দলটিকে স্বাগত জানান আখাউড়া রানার্স ও কুমিল্লা সাইক্লিস্টের সদস্যরা। ছবি: আজকের পত্রিকাভারতীয় দলটির দলনেতা গোপেশ দেবনাথ বলেন, ‘আগরতলা সাইক্লোহলিস ফাউন্ডেশন থেকে মুভ ফর আর্থ গ্লোবাল সাইকেল র‍্যালি করেছি। আমাদের লক্ষ্য, সবাই যেন সাইকেলে চড়ার অভ্যাস গড়ে তোলে। বাংলাদেশের নারায়ণগঞ্জ, চাঁদপুর, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় চার দিন ঘুরে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতে যাব।’ 

শূন্যরেখায় আখাউড়া রানার্স ও কুমিল্লা সাইক্লিস্টের ২৭ জন সদস্য ভারতীয় দলটিকে বিভিন্নভাবে সহযোগিতা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত