ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়কসহ এবার সামনে এল চবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি

চবি সংবাদদাতা
Thumbnail image
চবিতে ছাত্র আন্দোলনে শিবিরের ৫ সমন্বয়ক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক গত ২৪ সেপ্টেম্বর ২৪ দফা দাবি দিয়ে প্রকাশ্যে আসেন। এবার প্রকাশ করা হলো শাখাটির ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। এর মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চবির চারজন সমন্বয়ক ও একজন সহ-সমন্বয়ক।

গত ২৪ সেপ্টেম্বর ২৪ দফা দাবি দিয়ে প্রকাশ্যে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক। এবার প্রকাশ করা হলো শাখাটির ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। এর মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চবির চারজন সমন্বয়ক ও একজন সহ-সমন্বয়ক।

আজ বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনি মসজিদের বিপরীতে শহীদ জোবায়ের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।

কমিটির সদস্যরা হলেন, সভাপতি নাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম, বাইতুল মাল (অর্থ) ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী, অফিস সম্পাদক মুহাম্মদ পারভেজ, শিক্ষা সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সহকারী মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. আব্দুল্লাহ, সাহিত্য সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব, আইটি সম্পাদক এস এম ফাহিম, প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম, এইচআরএম আফনান হাসান ইমরান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) ইয়াসিন মুহা. মুজতাহিদ, ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, পাঠাগার সম্পাদক দ্বীন ইসলাম, বিজ্ঞান সম্পাদক আমির হোসাইন ও সহ স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) মোশারফ হোসেন সোহাদ।

ছাত্র আন্দোলনে চবির চারজন সমন্বয়ক ও একজন সহ-সমন্বয়ক হলেন, মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ, ইসহাক ভূঁইয়া, মুজাহিদুল ইসলাম, মোনায়েম শরীফ ও হাবিবুল্লাহ খালেদ।

মতবিনিময় সভায় ছাত্রশিবিরের চবি শাখার সভাপতি নাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবির সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। আমরা চাই সকলেই তার স্বাধীন মত প্রকাশ করুক। সবাই নিজের আদর্শের ভিত্তিতে দল নির্বাচন করুক। ছাত্রশিবিরের আদর্শ কারও কাছে ভালো লাগলে সে আমাদের এখানে আসতে পারে। ছাত্রশিবির কখনো জবরদস্তিমূলক রাজনীতি করেনি, করবেও না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত