Ajker Patrika

অনুমতি ছাড়া পেট্রল বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
অনুমতি ছাড়া পেট্রল বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দোকানে পেট্রল বিক্রি করার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার মোগড়া বাজারের বিভিন্ন দোকানে অবাধে বিক্রি হচ্ছে জ্বালানি তেল পেট্রল এমন গোপন সংবাদদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স না থাকায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ পাঁচ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানে সহায়তা করে আখাউড়া থানা–পুলিশের একটি দল।

সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত