Ajker Patrika

থানার জানালার গ্রিল ভেঙে পালানো সেই আসামি গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
থানার জানালার গ্রিল ভেঙে পালানো সেই আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি আরজু মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে কসবা উপজেলার বিনাউটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আখাউড়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা আজকের পত্রিকা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তাঁকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখে পুলিশ। অবশেষে বুধবার ভোরে কসবার বিনাউটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজই আদালতে পাঠানো হবে। 

গত সোমবার সকালে ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদক উদ্ধারে অভিযান চালায়। অভিযানে আরজু মিয়াকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। একই দিন বেলা সাড়ে ১১টায় নিয়মিত মাদক মামলা দিয়ে পুলিশ ফাঁড়ি থেকে আখাউড়া থানায় সোপর্দ করা হয় তাঁকে। থানায় আরজু মিয়াকে একটি কক্ষে দরজা বন্ধ করে রাখা হয়। পরে তিনি ওই কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। 

 এ ঘটনায় পরদিন মঙ্গলবার দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করেন জেলা পুলিশ সুপার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত