টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সদরের মৌলভী পাড়ায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে রবিউল হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভী পাড়া করিমের ছেলে।
টেকনাফ সদর ইউনিয়নের নারী ইউপি সদস্য খালেদা বেগম বলেন, টেকনাফ সদরের মৌলভী পাড়া এলাকায় চিংড়ির টাকার লেনদেন নিয়ে রবিউল হাসান নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনার বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
নিহত রবিউলের ভাই আবদুল্লাহ বলেন, ‘চিংড়ি ঘেরের টাকার লেনদেনের ঘটনায় টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার একটি মার্কেটের সামনে গতকাল শনিবার সন্ধ্যায় রবিউলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সাইফুল নামে একজন। আহতাবস্থায় স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে আমার ভাই রবিউল মারা যায়।’
এ ঘটনায় আজ রোববার সাইফুলসহ পাঁচজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আব্দুল্লাহ।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
কক্সবাজারের টেকনাফ সদরের মৌলভী পাড়ায় তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে রবিউল হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভী পাড়া করিমের ছেলে।
টেকনাফ সদর ইউনিয়নের নারী ইউপি সদস্য খালেদা বেগম বলেন, টেকনাফ সদরের মৌলভী পাড়া এলাকায় চিংড়ির টাকার লেনদেন নিয়ে রবিউল হাসান নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনার বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
নিহত রবিউলের ভাই আবদুল্লাহ বলেন, ‘চিংড়ি ঘেরের টাকার লেনদেনের ঘটনায় টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার একটি মার্কেটের সামনে গতকাল শনিবার সন্ধ্যায় রবিউলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সাইফুল নামে একজন। আহতাবস্থায় স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে আমার ভাই রবিউল মারা যায়।’
এ ঘটনায় আজ রোববার সাইফুলসহ পাঁচজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আব্দুল্লাহ।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
১২ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
১৬ মিনিট আগেসিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৭ মিনিট আগেস্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাবের কারণে বিগত বছরগুলোতে বিকেন্দ্রীকরণের বিভিন্ন প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। সংরক্ষিত আসনের নারী সদস্যদের কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রেও রয়েছে চ্যালেঞ্জ। গ্রাম আদালতের কার্যকারিতা আশানুরূপ নয়। এই অবস্থায় স্বতন্ত্র ও স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন
২২ মিনিট আগে