কুমিল্লা প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচনের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভোটকেন্দ্রের সামনে নগদ টাকা বিতরণের সময় এক প্রার্থীর সমর্থককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এহতেশামুল হক (৫৫)। তিনি হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই বাবলুর সমর্থক বলে স্বীকার করেছেন। এহতেশামুল হক উপজেলার বাটপাড়া এলাকার ধনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
সহকারী কমিশনার ফরিদুল ইসলাম জানান, ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের নগদ টাকা বিতরণের সময় এহতেশামুল হককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোটকেন্দ্রে ঘুষ দেওয়ার অভিযোগে তিন দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ কুমিল্লা সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় ভোট গ্রহণ চলছে। এ দুই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯১টি ভোটকেন্দ্রের ১ হাজার ৩০৪টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে।
এ দুই উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুটি উপজেলায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে কাজ করছে প্রশাসন।
উপজেলা পরিষদ নির্বাচনের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভোটকেন্দ্রের সামনে নগদ টাকা বিতরণের সময় এক প্রার্থীর সমর্থককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এহতেশামুল হক (৫৫)। তিনি হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই বাবলুর সমর্থক বলে স্বীকার করেছেন। এহতেশামুল হক উপজেলার বাটপাড়া এলাকার ধনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
সহকারী কমিশনার ফরিদুল ইসলাম জানান, ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের নগদ টাকা বিতরণের সময় এহতেশামুল হককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোটকেন্দ্রে ঘুষ দেওয়ার অভিযোগে তিন দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ কুমিল্লা সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় ভোট গ্রহণ চলছে। এ দুই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯১টি ভোটকেন্দ্রের ১ হাজার ৩০৪টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে।
এ দুই উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুটি উপজেলায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠে কাজ করছে প্রশাসন।
বিএনপি যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। এমন আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব। তিনি বলেন, ‘বিএনপি বৃহত্তর একটি দল। দল-মত-গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ
১ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
১৫ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
১৯ মিনিট আগেসিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২০ মিনিট আগে