Ajker Patrika

মাটিরাঙ্গায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৫৭
মাটিরাঙ্গায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে পাথর বোঝাই একটি ট্রাকের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে ট্রাকচালক নিহত হলেও অল্পের জন্য প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন বাস যাত্রীরা। আজ রোববার ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের সঙ্গে পাথর বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে ট্রাকচালক মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করা হলেও নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বাস যাত্রীরা।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা পৌনে ৩টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাহাড় থেকে নামতে গিয়ে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। 

মাটিরাঙ্গায় সংঘর্ষে নিচে পড়ে যাওয়া ট্রাকএ সময় ট্রাকটি সড়ক থেকে পাহাড়ের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলে ট্রাকচালক মারা যান। একই সময় শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে আটকে যায়। এতে প্রাণে রক্ষা পান বাসে থাকা ৪০ জন যাত্রী। 

প্রত্যক্ষদর্শী শান্তি পরিবহন বাসের যাত্রী আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই বাসটি গাছের সঙ্গে আটকে যায়।’ 

অপর যাত্রী কামাল উদ্দিন বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সঙ্গে আটকে যাওয়ায় আমরা বাসে থাকা যাত্রীরা বেঁচে যাই। একটি গাছ আমাদের বাঁচিয়ে দিয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

ঈদের নামাজের মধ্যে ইমামকে হত্যাচেষ্টা, চাপাতিসহ যুবক আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত