বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কেন্দ্র, বাঘাইছড়িতে এইচএসসি পরীক্ষা স্থগিত

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১০: ০০
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১০: ০৭

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পানির উজান ঢলে চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্রসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় আজকের (বৃহস্পতিবার) ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। 

তিনি বলেন, ‘বাঘাইছড়িতে কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার কাচালং সরকারি কলেজ বন্যার পানিতে তলিয়ে গেছে। কাচালং সরকারি কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র। পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষার্থীদের বাড়িঘর পানিতে ডুবে থাকায় তাদের কথা বিবেচনা করে বৃহস্পতিবারের ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।’ 

ইউএনও শিরীন আক্তার আরও বলেন, ‘যদি শুক্রবার ও শনিবারের মধ্যে ঢলের পানি সরে যায়, তাহলে যথারীতি রোববার পরীক্ষা হবে। তবে বাঘাইছড়ি উপজেলা সিজক কলেজ কেন্দ্রের পরীক্ষা যথারীতি চলবে।’ 

কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, কাচালং সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ৪৬৮ জন এবং স্নাতক দ্বিতীয় বর্ষের ১৭৪ জন শিক্ষার্থী। 

উল্লেখ্য, গত শনিবার থেকে টানা বর্ষণে বাঘাইছড়ি উপজেলার পৌরসভাসহ ৮ ইউনিয়নের ৩২টি গ্রামের চার হাজার মানুষ পানিবন্দী রয়েছে। গত মঙ্গলবার প্রায় ৩ থেকে ৫ ফুট পানি মাড়িয়ে পরীক্ষায় অংশ নেয় এইচএসসি পরীক্ষার্থীরা। 

বুধবার একইভাবে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা নৌকায় করে পার হয়ে পরীক্ষা দিতে দেখা গেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত