সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে পিএম পাইলট গভ. মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান তালুকদার ও গোহাইলবাড়ী আ. গনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলা সড়কের সোনালী ব্যাংকের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় এ দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তাঁদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সখীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গত ২৬ আগস্ট রাতে পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন। এতে টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়সহ ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় বুধবার রাতে গ্রেপ্তার হওয়া অধ্যক্ষ খলিলুর রহমান ৭৫ নম্বর ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ৮০ নম্বর আসামি।
গ্রেপ্তার অধ্যক্ষ খলিলুর রহমানের ছেলে নাফিউল রাজিম রক্তিম বলেন, ‘আমি নিজেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলাম। বাবা এতে কখনো বাধা দেননি বরং সাহস জুগিয়েছেন। সেই আমার বাবাকেই আজ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে রাতেই সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
টাঙ্গাইলের সখীপুরে পিএম পাইলট গভ. মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান তালুকদার ও গোহাইলবাড়ী আ. গনি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলা সড়কের সোনালী ব্যাংকের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় এ দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তাঁদের সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সখীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় গত ২৬ আগস্ট রাতে পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেন। এতে টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়সহ ১৬৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় বুধবার রাতে গ্রেপ্তার হওয়া অধ্যক্ষ খলিলুর রহমান ৭৫ নম্বর ও প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ৮০ নম্বর আসামি।
গ্রেপ্তার অধ্যক্ষ খলিলুর রহমানের ছেলে নাফিউল রাজিম রক্তিম বলেন, ‘আমি নিজেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলাম। বাবা এতে কখনো বাধা দেননি বরং সাহস জুগিয়েছেন। সেই আমার বাবাকেই আজ মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো। নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে রাতেই সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
গাজীপুর মহানগরীর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে সপ্তম দিনের মতো বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
১৭ মিনিট আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে ধার্য তারিখ। কমিউনিটি সেন্টার ঠিক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটা কাজ। এর মধ্যেই ডেঙ্গু আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন ইশরাত জাহান তামান্না (২০)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের
২৭ মিনিট আগেরাজধানীর সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তারা মহাখালী ও খিলগাঁওয়ে রেলপথ অবরোধ করলে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়...
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরায় আগাম জাতের আমন ধানে ভালো ফলন দেখা দিয়েছে। ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। দাম ভালো পাচ্ছেন তাঁরা। তবে, অনেক খেতে ইঁদুরের আক্রমণ দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
১ ঘণ্টা আগে