মিজানুর রহমান রিয়াদ, নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের দায়িত্ব পেতে আনসার ও ভিডিপি সদস্যদের টাকা দিয়ে নাম তালিকাভুক্ত করতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাহিদামতো টাকা না দিতে পারায় প্রশিক্ষণপ্রাপ্ত অনেক সদস্য নির্বাচনী কাজ ও ভাতা পাননি। দলনেতাদের অনেকে যোগ্য সদস্যদের তালিকাভুক্ত না করে স্বজনদের দিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করিয়েছেন।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে কোম্পানীগঞ্জের ১ হাজার ৬৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া পার্শ্ববর্তী কবিরহাটের ৫০-৬০ জন, সুবর্ণচরের ২৫-৩০ জন ও হাতিয়ার ২৫-৩০ জন এখানে এসে কাজ করেন।
উপজেলা রামপুর ইউনিয়নের আনসার ও ভিডিপি দলনেতা মহি উদ্দিন কোম্পানীগঞ্জ ও কবিরহাট থেকে ৬০ সদস্যের নাম তালিকাভুক্ত করেন। তবে তিনি তালিকাভুক্তিতে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। অপর দিকে চরফকিরা ইউনিয়নের দলনেতা নুরজাহান পাঁচ গ্রুপে ৬০ জনের নাম তালিকাভুক্ত করেন। এর মধ্যে তাঁর বোন ও ভগ্নিপতির নামও রয়েছে।
অভিযোগ রয়েছে, তালিকাভুক্তির সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নাম ব্যবহার করে জনপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আনসার সদস্য আলমগীর বলেন, ‘দেশে এখন অভাব চলছে। সংগত কারণে ৬ হাজার টাকা ভাতা পাওয়ার আশায় ১ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি। জহুরা ম্যাডামের (উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা) কথা বলে এ টাকা নেওয়া হয়েছে।’
একই ইউনিয়নের আনসার সদস্য আবদুর রব জানান, তিনিসহ ছয়জনের নাম অন্তর্ভুক্তিতে ৬ হাজার টাকা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক দলনেতা জানান, চারজনের নাম অন্তর্ভুক্তিতে ৪ হাজার টাকা দিয়েছেন। চরহাজারীর ২ নম্বর ওয়ার্ডের আনসার ও ভিডিপি সদস্য রিয়াধনী বেগম বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চবিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। তাঁদের দলনেতা নয়নতারা সরকারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি জানান, তাঁর অধীনে থাকা ১৮ সদস্যকে তালিকাভুক্তি করলেও তাঁদের কাছ থেকে কোনো ধরনের টাকা গ্রহণ করেননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন এতে নিজের যুক্ত থাকার কথা অস্বীকার করেন। তবে দলনেতা ও ভাতাভোগীদের কেউ কেউ অবৈধ লেনদেন করতে পারেন বললেও এ বিষয়ে তাঁর কাছে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই বলে জানান তিনি। সেই সঙ্গে এই কর্মকর্তা বলেন, নাম তালিকাভুক্তি বা নির্বাচনী দায়িত্ব পালনের জন্য অনুমোদনপ্রাপ্ত হতে কারও কাছ থেকে কোনো টাকা লেনদেন যেন না করা হয়, সে বিষয়ে তিনি অফিশিয়ালি তাঁর দপ্তরের লোকজনকে নির্দেশনা দিয়েছিলেন বলে দাবি করেন।
এ বিষয়ে জেলা আনসার অ্যাডজুডেন্ট মো. আনোয়ার হোসেন সরকার বলেন, ‘বিভিন্নভাবে এ ধরনের অভিযোগ আমিও পেয়েছি। তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের দায়িত্ব পেতে আনসার ও ভিডিপি সদস্যদের টাকা দিয়ে নাম তালিকাভুক্ত করতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাহিদামতো টাকা না দিতে পারায় প্রশিক্ষণপ্রাপ্ত অনেক সদস্য নির্বাচনী কাজ ও ভাতা পাননি। দলনেতাদের অনেকে যোগ্য সদস্যদের তালিকাভুক্ত না করে স্বজনদের দিয়ে নির্বাচনী দায়িত্ব পালন করিয়েছেন।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে কোম্পানীগঞ্জের ১ হাজার ৬৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া পার্শ্ববর্তী কবিরহাটের ৫০-৬০ জন, সুবর্ণচরের ২৫-৩০ জন ও হাতিয়ার ২৫-৩০ জন এখানে এসে কাজ করেন।
উপজেলা রামপুর ইউনিয়নের আনসার ও ভিডিপি দলনেতা মহি উদ্দিন কোম্পানীগঞ্জ ও কবিরহাট থেকে ৬০ সদস্যের নাম তালিকাভুক্ত করেন। তবে তিনি তালিকাভুক্তিতে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। অপর দিকে চরফকিরা ইউনিয়নের দলনেতা নুরজাহান পাঁচ গ্রুপে ৬০ জনের নাম তালিকাভুক্ত করেন। এর মধ্যে তাঁর বোন ও ভগ্নিপতির নামও রয়েছে।
অভিযোগ রয়েছে, তালিকাভুক্তির সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নাম ব্যবহার করে জনপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আনসার সদস্য আলমগীর বলেন, ‘দেশে এখন অভাব চলছে। সংগত কারণে ৬ হাজার টাকা ভাতা পাওয়ার আশায় ১ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি। জহুরা ম্যাডামের (উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা) কথা বলে এ টাকা নেওয়া হয়েছে।’
একই ইউনিয়নের আনসার সদস্য আবদুর রব জানান, তিনিসহ ছয়জনের নাম অন্তর্ভুক্তিতে ৬ হাজার টাকা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক দলনেতা জানান, চারজনের নাম অন্তর্ভুক্তিতে ৪ হাজার টাকা দিয়েছেন। চরহাজারীর ২ নম্বর ওয়ার্ডের আনসার ও ভিডিপি সদস্য রিয়াধনী বেগম বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চবিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। তাঁদের দলনেতা নয়নতারা সরকারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি জানান, তাঁর অধীনে থাকা ১৮ সদস্যকে তালিকাভুক্তি করলেও তাঁদের কাছ থেকে কোনো ধরনের টাকা গ্রহণ করেননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন এতে নিজের যুক্ত থাকার কথা অস্বীকার করেন। তবে দলনেতা ও ভাতাভোগীদের কেউ কেউ অবৈধ লেনদেন করতে পারেন বললেও এ বিষয়ে তাঁর কাছে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই বলে জানান তিনি। সেই সঙ্গে এই কর্মকর্তা বলেন, নাম তালিকাভুক্তি বা নির্বাচনী দায়িত্ব পালনের জন্য অনুমোদনপ্রাপ্ত হতে কারও কাছ থেকে কোনো টাকা লেনদেন যেন না করা হয়, সে বিষয়ে তিনি অফিশিয়ালি তাঁর দপ্তরের লোকজনকে নির্দেশনা দিয়েছিলেন বলে দাবি করেন।
এ বিষয়ে জেলা আনসার অ্যাডজুডেন্ট মো. আনোয়ার হোসেন সরকার বলেন, ‘বিভিন্নভাবে এ ধরনের অভিযোগ আমিও পেয়েছি। তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১৩ মিনিট আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১৮ মিনিট আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৯ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে