Ajker Patrika

১৮ দিন পর অপহৃত শিশুসহ অপহরণকারী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১৯
১৮ দিন পর অপহৃত শিশুসহ অপহরণকারী গ্রেপ্তার

ফেনী থেকে অপহৃত এক কন্যাশিশুকে ১৮ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ার্লেস কলোনি থেকে অপহরণকারী মো. আলাউদ্দিন ওরফে রাসেলকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি বিকেলে ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার ১১ বছরের এক কন্যাশিশু পার্শ্ববর্তী এলাকায় ব্যাডমিন্টন খেলবে বলে বাসা থেকে বের হয়। পরে রাত পর্যন্ত শিশুটি বাসায় না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে ফেনী মডেল থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির মা। পরে বিষয়টি র‍্যাবকে জানালে র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে অপহৃত শিশুটি চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ারলেস কলোনির জনৈক মো. আব্দুর রহমানের ভাড়া বাসায় অবস্থান করছে। 

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, বুধবার রাতে র‍্যাবের একটি দল চট্টগ্রাম জেলার খুলশী থানার ওয়ারলেস কলোনিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মো. আলাউদ্দিন ওরফে রাসেলকে আটক করে র‍্যাব। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী আরও জানান, আটক আসামি ও উদ্ধারকৃত শিশুটিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. আলাউদ্দিন ওরফে রাসেল ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের মফিজুর রহমান মফিজের ছেলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত