Ajker Patrika

মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে লবণচাষি নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শফিউল আলম (২৯) নামের এক লবণচাষি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লবণচাষি ওই এলাকার নজির আহমেদের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কাউছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে কালারমারছড়া এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযানে যান। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী জিয়া বাহিনীর সদস্যরা চিকনিপাড়ার প্যারাবনের দিকে পালাচ্ছিলেন। লবণের মাঠ দিয়ে পালানোর সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শফিউল গুলিবিদ্ধ হন। তাঁকে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বড় ভাই মনিরুল আলম বলেন, ‘আমার ভাই শফিউল লবণ মাঠে কাজ করার সময় কোস্ট গার্ড সদস্যরা কয়েকজন সন্ত্রাসীকে ধাওয়া করে। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মৃত্যু হয়।’ তাঁর নিরপরাধ ভাইয়ের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান মনিরুল।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে জিয়া বাহিনীর সন্ত্রাসীরা পালানোর পথে গুলি ছোড়ে। এতে শফিউল আলম নিহত হন। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘দুর্নীতিবাজ’ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার ‘বিশেষ বৈঠক’, ব্যাখ্যা চাইল সদর দপ্তর

হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব: নেত্র নিউজকে সেনাসদর

মাছ–দুধ একসঙ্গে খেলে কি শ্বেতী রোগ হয়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

যুগ্ম সচিব হয়েও ডিসির দায়িত্বেই থাকছেন ২১ জন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত