তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাসে মরিচ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হেলাল উদ্দিন (৪০)। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বাদী হয়ে চারজনের নামোল্লেখসহ আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করে তিতাস থানায় অভিযোগ দায়ের করেন।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি চকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হেলাল উদ্দিন বলরামপুর গ্রামের মৃত আবীদ আলীর ছেলে।
এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, ‘গতকাল বিকেলে তুলাকান্দি চকে মরিচ কিনতে গেলে পূর্বশত্রুতার জেরে তুলাকান্দি গ্রামের সিয়াম, ফয়সাল, আল হাদিস, আল আমিনসহ আরও সাত-আটজন মিলে আমাকে মারধর করে। পরে আমার সঙ্গে থাকা ৯৮ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে।’
তুলাকান্দি গ্রামের ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ‘মারধর ও ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে হেলাল উদ্দিন আমাকে জানিয়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
তিতাস থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হোসেন বলেন, ভুক্তভোগী হেলাল উদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লার তিতাসে মরিচ ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হেলাল উদ্দিন (৪০)। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি বাদী হয়ে চারজনের নামোল্লেখসহ আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করে তিতাস থানায় অভিযোগ দায়ের করেন।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি চকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হেলাল উদ্দিন বলরামপুর গ্রামের মৃত আবীদ আলীর ছেলে।
এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, ‘গতকাল বিকেলে তুলাকান্দি চকে মরিচ কিনতে গেলে পূর্বশত্রুতার জেরে তুলাকান্দি গ্রামের সিয়াম, ফয়সাল, আল হাদিস, আল আমিনসহ আরও সাত-আটজন মিলে আমাকে মারধর করে। পরে আমার সঙ্গে থাকা ৯৮ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে।’
তুলাকান্দি গ্রামের ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, ‘মারধর ও ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে হেলাল উদ্দিন আমাকে জানিয়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
তিতাস থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হোসেন বলেন, ভুক্তভোগী হেলাল উদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১৭ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
১৯ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
২০ মিনিট আগেঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খ
২৩ মিনিট আগে