Ajker Patrika

ছাত্রলীগ–স্বেচ্ছাসেবক লীগের নেতার সিলমারা ব্যালটের ছবি ফেসবুকে

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২৪, ২০: ০০
ছাত্রলীগ–স্বেচ্ছাসেবক লীগের নেতার সিলমারা ব্যালটের ছবি ফেসবুকে

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতার সিলমারা ব্যালটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ বুধবার ভোটকেন্দ্রের গোপন কক্ষে ব্যালটে সিল মারার এ ছবি পোস্ট দেন তাঁরা। এই নিয়ে দিনভর যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। 

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল জানান, কোম্পানীগঞ্জে নির্বাচন চলাকালীন তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সারা দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময়ে করও কাছ থেকে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসেনি বলে জানান তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলমারা ব্যালট দেখিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার পোস্ট। ছবি: সংগৃহীত ফেসবুকের ছবিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল ইসলাম মারুফ ভোটকেন্দ্রের ভেতরে খোলা একটি টেবিলে তিনটি ব্যালটে সিল দিচ্ছেন। সেই ছবি নিজে ফেসবুকে পোস্ট করেন। পোস্টটিতে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত পাঁচটি শেয়ার, ৬৬ মন্তব্য ও ৫৪৯টি লাইক পড়েছে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে সিলমারা ব্যালট দেখিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার পোস্ট। ছবি: সংগৃহীত অপর দিকে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজু খান ভোটকেন্দ্রের ভেতরে সিল দেওয়া তিনটি ব্যালট হাতে রেখে ভিক্টরি চিহ্ন যুক্ত ছবি নিজের ফেসবুক পোস্ট করেছেন। ওই পোস্টটিতে দুটি শেয়ার, ৩১ মন্তব্য ও ১৭৩টি লাইক পেড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত