কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে ছেলের সঙ্গে প্রতিপক্ষের মারামারি থামাতে গিয়ে হৃৎক্রিয়া বন্ধ হয়ে মো. শাহ আলম (৬২) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। এর আগে ওই দিন বিকেল পাঁচটার দিকে চরপার্বতী ইউনিয়নের ছোট ফেনী নদীর ওপর নবনির্মিত কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় হৃৎক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পরেন তিনি।
মৃত মো. শাহ আলম চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ও মৃত মমিন উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার বিকেলে ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় যুবক ফাহাদের চাচাতো ভাই মানিক বিভিন্ন মেয়েদের ছবি তোলে। তা দেখে বাধা দেয় ইউপি সদস্য শাহ আলমের ছেলে শাহীন (২৪)। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মানিকের জ্যাঠাতো ভাই ফাহাদ (৩২) তাঁর দলবল নিয়ে ইউপি সদস্য শাহ আলমের ছেলে শাহীনসহ কয়েকজনের ওপর হামলা চালায়। এ সময় ফাহাদের হাতে একটি দেশীয় বন্দুক ও অন্যদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র দেখা যায়। পরে ইউপি সদস্যের ছেলে শাহীনের বন্ধুবান্ধবেরা একত্রিত হয়ে ফাহাদ ও তাঁর দলবলকে ধাওয়া করে। ছেলের সঙ্গে প্রতিপক্ষের মারামারির খবর পেয়ে ইউপি সদস্য শাহ আলম ঘটনাস্থলে পৌঁছালে ফাহাদদের গ্রুপের কয়েকজন তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি মাটিতে পড়ে যান এবং তখন তাঁর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করার কথা জানালে সিএনজিতে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে তিনি মারা যান।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে ছেলের সঙ্গে প্রতিপক্ষের মারামারি থামাতে গিয়ে হৃৎক্রিয়া বন্ধ হয়ে মো. শাহ আলম (৬২) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তিনি। এর আগে ওই দিন বিকেল পাঁচটার দিকে চরপার্বতী ইউনিয়নের ছোট ফেনী নদীর ওপর নবনির্মিত কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় হৃৎক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পরেন তিনি।
মৃত মো. শাহ আলম চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ও মৃত মমিন উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার বিকেলে ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় যুবক ফাহাদের চাচাতো ভাই মানিক বিভিন্ন মেয়েদের ছবি তোলে। তা দেখে বাধা দেয় ইউপি সদস্য শাহ আলমের ছেলে শাহীন (২৪)। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে মানিকের জ্যাঠাতো ভাই ফাহাদ (৩২) তাঁর দলবল নিয়ে ইউপি সদস্য শাহ আলমের ছেলে শাহীনসহ কয়েকজনের ওপর হামলা চালায়। এ সময় ফাহাদের হাতে একটি দেশীয় বন্দুক ও অন্যদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র দেখা যায়। পরে ইউপি সদস্যের ছেলে শাহীনের বন্ধুবান্ধবেরা একত্রিত হয়ে ফাহাদ ও তাঁর দলবলকে ধাওয়া করে। ছেলের সঙ্গে প্রতিপক্ষের মারামারির খবর পেয়ে ইউপি সদস্য শাহ আলম ঘটনাস্থলে পৌঁছালে ফাহাদদের গ্রুপের কয়েকজন তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি মাটিতে পড়ে যান এবং তখন তাঁর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করার কথা জানালে সিএনজিতে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে তিনি মারা যান।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
১০ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুর ও মধুপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ৫৩ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
১৫ মিনিট আগেসিলেটে বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে মশাল মিছিল করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন ও চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৫ মিনিট আগেস্থানীয় প্রশাসনে রাজনৈতিক প্রভাবের কারণে বিগত বছরগুলোতে বিকেন্দ্রীকরণের বিভিন্ন প্রচেষ্টা সফলতার মুখ দেখেনি। সংরক্ষিত আসনের নারী সদস্যদের কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রেও রয়েছে চ্যালেঞ্জ। গ্রাম আদালতের কার্যকারিতা আশানুরূপ নয়। এই অবস্থায় স্বতন্ত্র ও স্বাধীন স্থানীয় সরকার কমিশন গঠন
২১ মিনিট আগে