Ajker Patrika

কুমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় ৪ সংবাদকর্মী আহত

 কুমিল্লা প্রতিনিধি 
কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সংবাদকর্মীরা। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সংবাদকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন। আহতদের অভিযোগ, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একদল ইন্টার্ন চিকিৎসক এই হামলা করেন।

আহতরা হলেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরোপ্রধান রফিক ইসলাম খোকন চৌধুরী ও ক্যামেরা পারসন সাকিব এবং চ্যানেল ২৪-এর কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান ও ক্যামেরা পারসন ইরফান। হামলাকারীরা তাঁদের মারধর করে ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলেন।

এ সময় ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের বেশ কিছু শিক্ষার্থী হাসপাতাল চত্বরে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টার দিকে আহতদের উদ্ধার করে কুমিল্লা সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

ওই হাসপাতাল থেকে রাত সোয়া ১টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিক রফিকুল বলেন, ‘ভুল চিকিৎসায় একজন নারীর মারা যাওয়ার খবর শুনে হাসপাতালে যাওয়ার পর ইন্টার্ন চিকিৎসকেরা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালান ও ক্যামেরা ভাঙচুর করেন। এর আগেও বেশ কয়েকবার আমরা সংবাদ সংগ্রহ করতে এলে হামলা চালান ইন্টার্ন চিকিৎসকেরা। কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।’

এ ব্যাপারে জানতে কুমেক হাসপাতালের পরিচালক মাসুদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

যোগাযোগ করা হলে মেডিকেল কলেজের অধ্যক্ষ মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম জানান, তাঁরা এ নিয়ে জরুরি সভা করেছেন। কেন এ ঘটনা তা জেনে বিষয়টি মীমাংসা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘দুর্নীতিবাজ’ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব: নেত্র নিউজকে সেনাসদর

মাছ–দুধ একসঙ্গে খেলে কি শ্বেতী রোগ হয়, চিকিৎসাবিজ্ঞান কী বলে

যুগ্ম সচিব হয়েও ডিসির দায়িত্বেই থাকছেন ২১ জন

বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তন ও গণপরিষদ নির্বাচনের বিপক্ষে বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত