লক্ষ্মীপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১০: ৪৮
নিহত আবু তাহের। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালক আবু তাহের (৫০) নিহত ও আহত হয়েছেন সুমন হোসেন নামের এক ব্যক্তি। আজ শুক্রবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তাহের সদর উপজেলার লাহারকান্দির আজিজ উল্যাহর ছেলে। আহত সুমনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন জেলার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপ পাল।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আরেকজন গুরুতর আহত হন। ট্রাকসহ চালককে আটকের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোররাতে অটোরিকশা নিয়ে জকসিন বাজারের দিকে যাচ্ছিলেন আবু তাহের। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক আবু তাহের ও যাত্রী সুমন গুরুতর আহত হন।

আবু তাহের ও সুমনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু তাহেরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সুমন হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত