পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের সংঘর্ষে মো. রুবেল (৩৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আট যাত্রী। আজ শুক্রবার সকাল ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুবেল চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকার নুরুল আনোয়ারের ছেলে। আহতদের মধ্যে সবুজ মিয়া (৩৫), মোস্তাকিম (২৩) ও মোহাম্মদ আরিফকে (২৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী এমআর ট্রাভেলসের চেয়ারকোচ পটিয়া ইন্দ্রপুলস্থ বাইপাসে পৌঁছালে চট্টগ্রামমুখী লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নাইট কোচটি রাস্তার পাশের বৈদ্যুতিক একটি খুঁটিতে ধাক্কা খায়। 

বিষয়টি নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বলেন, আজ সকালে ইন্দ্রপুল এলাকায় কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রামগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অন্তত আটজন আহত হয়। এ ঘটনায় বাস দুটি জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত