লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১০: ০৬
Thumbnail image

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে বাড়ির মালিক ও এক সুইপারের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে রায়পুর উপজেলার পশ্চিম রাখালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতদের মধ্যে বাড়ির মালিকের নাম রিয়াদ হোসেন। সুইপারের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে রাখালিয়া এলাকায় নুরুল হক পাটোয়ারী বাড়ির পাটোয়ারী ভিলার একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন এক সুইপার। একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতরে তিনি আটকা পড়েন। পরে বাড়ির মালিক রিয়াদ তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও নিচে পড়ে যান। এতে দুজনেরই মৃত্যু হয়। পরে রাতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দুজনকে মৃত উদ্ধার করে। 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান বলেন, ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাঁদের মৃত্যু হয়েছে। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে বাইরে থেকে সেপটিক ট্যাংক ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত