Ajker Patrika

বুড়িচংয়ে একদিনে ৩ অস্বাভাবিক মৃত্যু

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচংয়ে একদিনে ৩ অস্বাভাবিক মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে একদিনে তিন ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার পৃথক তিন ইউনিয়নে গলায় ফাঁস ও কীটনাশক পানে এ মৃত্যুর ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া বুড়িচং থানায় তিনটি পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’ 

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর গ্রামের মৃত মাজু মিয়ার ছেলে আজিজ মিয়া (৫৬) আজ ভোরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির লোকজন তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসলে সকালে দেবপুর ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

একই উপজেলার ময়নামতি ইউনিয়নের রামপাল এলাকার নুরু মেম্বারের বাড়ি দেলোয়ার হোসের স্ত্রী মোসাম্মৎ তাসলিমা আক্তার (৩৪) পারিবারিক কলহের জের ধরে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন। দুপুরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। 

এ ছাড়া গত রোববার উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের আবু ইউসুফ মিয়ার ছেলে কামরুল হাসান টিপু (৩০) কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। আজ ভোরে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত