নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাটে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় এবং অভিযুক্ত ব্যক্তিকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চৌকিদার বাজার এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
ভুক্তভোগী অটোরিকশাচালক হলেন রুবেল (২৭)। তিনি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁয়ের মৃত ফখরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তি হলেন সুলতান আহমেদ ছোটন (২৮)। তিনি একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত মো. হানিফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শুক্রবার রাত ১১টার দিকে চৌকিদার বাজার এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অটোরিকশার গতি রোধ করে কয়েকজন। এ সময় তাদের সঙ্গে চালক রুবেলের হাতাহাতি হয়। একপর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে রুবেলের গলা কেটে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় লোকজনন দেখতে পেয়ে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তাদের মধ্যে সুলতান আহমেদ ছোটনকে আটক করে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা ছোটনকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে ভুক্তভোগী রুবেল ও ছোটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অটোরিকশাচালক রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে গণপিটুনির শিকার ছিনতাইকারীকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ওসি আরও বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় ছোটনসহ আমরা দুজনের নাম পেয়েছি। ছিনতাইয়ের ঘটনায় অপর সহযোগীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
নোয়াখালীর কবিরহাটে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় এবং অভিযুক্ত ব্যক্তিকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠিয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চৌকিদার বাজার এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
ভুক্তভোগী অটোরিকশাচালক হলেন রুবেল (২৭)। তিনি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁয়ের মৃত ফখরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তি হলেন সুলতান আহমেদ ছোটন (২৮)। তিনি একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মৃত মো. হানিফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শুক্রবার রাত ১১টার দিকে চৌকিদার বাজার এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অটোরিকশার গতি রোধ করে কয়েকজন। এ সময় তাদের সঙ্গে চালক রুবেলের হাতাহাতি হয়। একপর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে রুবেলের গলা কেটে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় লোকজনন দেখতে পেয়ে এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তাদের মধ্যে সুলতান আহমেদ ছোটনকে আটক করে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা ছোটনকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে ভুক্তভোগী রুবেল ও ছোটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অটোরিকশাচালক রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে গণপিটুনির শিকার ছিনতাইকারীকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ওসি আরও বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় ছোটনসহ আমরা দুজনের নাম পেয়েছি। ছিনতাইয়ের ঘটনায় অপর সহযোগীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৬ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পাচারকালে বেশ কিছু পশু-পাখি জব্দ করে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। সেগুলোর মধ্যে এক জোড়া লেমুর ছিল। প্রাণীগুলো গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করা হয়। পরে লেমুর জোড়া পার্কে দুটি শাবকের জন্ম দেয়।
১৭ মিনিট আগেফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে কর্মবিরতি ও এক দিনের জন্য শ্রেণি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
২১ মিনিট আগেসাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। এ সাতটি ইউনিয়নের মধ্যে দুর্গাপুর সদর ও কুল্লাগড়া ইউনিয়নের প্রায় ১০ থেকে ১২টি গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বাঙালি জনগোষ্ঠীর বসবাস। বছরের পর পার হলেও আজও সুপেয় পানির সংকট কাটেনি এ দুই ইউনিয়নের।
২৫ মিনিট আগেবাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে আগুনের ঘটনা এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের ওই ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে