Ajker Patrika

১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের মামলায় বিএনপি নেতা আসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ মে ২০২৪, ২১: ৩১
১৫ কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের মামলায় বিএনপি নেতা আসলাম গ্রেপ্তার

চট্টগ্রামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় কারাবন্দী বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আবদুল আজিজ ভূঁইয়ার আদালত এই আদেশ দেন। 

দুদকের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কাজী সানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর আদালতে মামলাটি দায়ের হয়। এতে আসলাম চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪১৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় আজ (রোববার) কুমিল্লা কারাগারে বন্দী বিএনপি নেতা আসলাম চৌধুরীকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এ বিষয়ে আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর আদালতে মামলাটি দায়ের হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম আদালতে এ মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত