Ajker Patrika

যুবদল নেতা তৌহিদুল ইসলামের জানাজা শেষে দাফন সম্পন্ন

 কুমিল্লা প্রতিনিধি 
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ২৫
যুবদল নেতা তৌহিদুল ইসলামের জানাজায় উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ছবি: আজকের পত্রিকা
যুবদল নেতা তৌহিদুল ইসলামের জানাজায় উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে প্রথম ও একই স্থানে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে পাঁচথুবীর ইটাল্লা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গত বৃহস্পতিবার কুমিল্লায় যৌথ বাহিনী তুলে নেওয়ার পর হাসপাতালে যুবদল নেতা তৌহিদুল ইসলামের লাশ পেয়েছে পরিবার। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তাঁর মৃত্যুর খবর পায় পরিবার।

তৌহিদুল ইসলামের আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের পাঁচথুবী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দীন, আতাউর রহমান ছুটি, কুমিল্লা মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলুসহ অন্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন:–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত