বিদ্যুৎ চলে যাওয়ায় মোবাইলের টর্চে শুল্কায়ন কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০৬ মে ২০২৪, ২০: ৪৫

বিদ্যুৎ চলে যাওয়ায় দেশের বৃহৎ শুল্ক আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউসে এক ঘণ্টা শুল্কায়নসহ কার্যক্রম বন্ধ ছিল। এ সময় কাস্টমস হাউসের সম্মেলন কক্ষ শুল্কায়ন কমিটির সভা চলছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় পর মোবাইলের টর্চ জ্বালিয়ে পুরো সভা শেষ করা হয়। এ সময়ে জেনারেটরের কোনো সাপোর্ট পাওয়া যায়নি। 

শুল্কায়ন কমিটির সভায় অংশগ্রহণ করা চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক মো. আশরাফুল হক স্বপন বলেন, ‘আমার ৪টার দিকে শুল্কায়ন কমিটির সভায় অংশগ্রহণ করতে কাস্টমস হাউসের সভাকক্ষে প্রবেশ করি। এর কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে যায় এবং সভা শেষ হওয়া পর্যন্ত আর আসেনি। এ সময় আমরা মোবাইলের লাইট জ্বালিয়ে সভার কাজ শেষ করি। সভা চলাকালীন প্রায় এক ঘণ্টা সময়ে জেনারেটরের কোনো সাপোর্ট পাওয়া যায়নি।’ 

এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মো. মুশফিকুর রহমান। 

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ‘আজ দুপুর ৩টার কিছু পরে চট্টগ্রাম কাস্টমস হাউসে বিদ্যুৎ চলে যায়, এ সময় প্রায় ঘণ্টা খানেক হাউসের কাজকর্ম বন্ধ থাকে।’ 

এ বিষয়ে জানতে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার ও মুখপাত্র কাজী ইরাজ ইশতিয়াকে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত