নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিদ্যুৎ চলে যাওয়ায় দেশের বৃহৎ শুল্ক আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউসে এক ঘণ্টা শুল্কায়নসহ কার্যক্রম বন্ধ ছিল। এ সময় কাস্টমস হাউসের সম্মেলন কক্ষ শুল্কায়ন কমিটির সভা চলছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় পর মোবাইলের টর্চ জ্বালিয়ে পুরো সভা শেষ করা হয়। এ সময়ে জেনারেটরের কোনো সাপোর্ট পাওয়া যায়নি।
শুল্কায়ন কমিটির সভায় অংশগ্রহণ করা চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক মো. আশরাফুল হক স্বপন বলেন, ‘আমার ৪টার দিকে শুল্কায়ন কমিটির সভায় অংশগ্রহণ করতে কাস্টমস হাউসের সভাকক্ষে প্রবেশ করি। এর কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে যায় এবং সভা শেষ হওয়া পর্যন্ত আর আসেনি। এ সময় আমরা মোবাইলের লাইট জ্বালিয়ে সভার কাজ শেষ করি। সভা চলাকালীন প্রায় এক ঘণ্টা সময়ে জেনারেটরের কোনো সাপোর্ট পাওয়া যায়নি।’
এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মো. মুশফিকুর রহমান।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ‘আজ দুপুর ৩টার কিছু পরে চট্টগ্রাম কাস্টমস হাউসে বিদ্যুৎ চলে যায়, এ সময় প্রায় ঘণ্টা খানেক হাউসের কাজকর্ম বন্ধ থাকে।’
এ বিষয়ে জানতে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার ও মুখপাত্র কাজী ইরাজ ইশতিয়াকে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
বিদ্যুৎ চলে যাওয়ায় দেশের বৃহৎ শুল্ক আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউসে এক ঘণ্টা শুল্কায়নসহ কার্যক্রম বন্ধ ছিল। এ সময় কাস্টমস হাউসের সম্মেলন কক্ষ শুল্কায়ন কমিটির সভা চলছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় পর মোবাইলের টর্চ জ্বালিয়ে পুরো সভা শেষ করা হয়। এ সময়ে জেনারেটরের কোনো সাপোর্ট পাওয়া যায়নি।
শুল্কায়ন কমিটির সভায় অংশগ্রহণ করা চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক মো. আশরাফুল হক স্বপন বলেন, ‘আমার ৪টার দিকে শুল্কায়ন কমিটির সভায় অংশগ্রহণ করতে কাস্টমস হাউসের সভাকক্ষে প্রবেশ করি। এর কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে যায় এবং সভা শেষ হওয়া পর্যন্ত আর আসেনি। এ সময় আমরা মোবাইলের লাইট জ্বালিয়ে সভার কাজ শেষ করি। সভা চলাকালীন প্রায় এক ঘণ্টা সময়ে জেনারেটরের কোনো সাপোর্ট পাওয়া যায়নি।’
এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মো. মুশফিকুর রহমান।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ‘আজ দুপুর ৩টার কিছু পরে চট্টগ্রাম কাস্টমস হাউসে বিদ্যুৎ চলে যায়, এ সময় প্রায় ঘণ্টা খানেক হাউসের কাজকর্ম বন্ধ থাকে।’
এ বিষয়ে জানতে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার ও মুখপাত্র কাজী ইরাজ ইশতিয়াকে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৬ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পাচারকালে বেশ কিছু পশু-পাখি জব্দ করে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। সেগুলোর মধ্যে এক জোড়া লেমুর ছিল। প্রাণীগুলো গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করা হয়। পরে লেমুর জোড়া পার্কে দুটি শাবকের জন্ম দেয়।
১৭ মিনিট আগেফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে কর্মবিরতি ও এক দিনের জন্য শ্রেণি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
২১ মিনিট আগেসাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। এ সাতটি ইউনিয়নের মধ্যে দুর্গাপুর সদর ও কুল্লাগড়া ইউনিয়নের প্রায় ১০ থেকে ১২টি গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বাঙালি জনগোষ্ঠীর বসবাস। বছরের পর পার হলেও আজও সুপেয় পানির সংকট কাটেনি এ দুই ইউনিয়নের।
২৫ মিনিট আগেবাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে আগুনের ঘটনা এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের ওই ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে