আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ট্রেনে নিজ সংসদীয় এলাকায় যান আইনমন্ত্রী আনিসুল হক। তাঁকে স্বাগত জানাতে রেলস্টেশনে উপস্থিত হন আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেন। এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভা মেয়র।
এরপর কসবার উদ্দেশ্যে গাড়িতে করে চলে যান আনিসুল হক। স্টেশনের বাইরে বের হলে পৌরসভা মেয়র এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর এই প্রথম আইনমন্ত্রী এলাকায় এসেছেন। আমি নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে মেয়র সমর্থকের লোকজন বাধাঁ দেয়। এ সময় তাঁর কিছু লোকজন আমাকেসহ আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়। বিষয়টি আমি আইনমন্ত্রীকে জানিয়েছি।’
এ বিষয়ে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মনির চেয়ারম্যান যা বলেছে আসলে তেমন কিছু ঘটেনি। তবে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুরাদ হোসেন ভুইয়াকে কে বা কারা লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টিধাওয়া হয়। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি আইনমন্ত্রী অবগত হয়েছেন, তিনি দুঃখপ্রকাশ করেছেন।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনার পরে পুলিশের বিশেষ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ট্রেনে নিজ সংসদীয় এলাকায় যান আইনমন্ত্রী আনিসুল হক। তাঁকে স্বাগত জানাতে রেলস্টেশনে উপস্থিত হন আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেন। এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভা মেয়র।
এরপর কসবার উদ্দেশ্যে গাড়িতে করে চলে যান আনিসুল হক। স্টেশনের বাইরে বের হলে পৌরসভা মেয়র এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর এই প্রথম আইনমন্ত্রী এলাকায় এসেছেন। আমি নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে মেয়র সমর্থকের লোকজন বাধাঁ দেয়। এ সময় তাঁর কিছু লোকজন আমাকেসহ আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়। বিষয়টি আমি আইনমন্ত্রীকে জানিয়েছি।’
এ বিষয়ে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মনির চেয়ারম্যান যা বলেছে আসলে তেমন কিছু ঘটেনি। তবে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুরাদ হোসেন ভুইয়াকে কে বা কারা লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টিধাওয়া হয়। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি আইনমন্ত্রী অবগত হয়েছেন, তিনি দুঃখপ্রকাশ করেছেন।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনার পরে পুলিশের বিশেষ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জের শিবালয়ে নিজের তৈরি ‘উড়োজাহাজ’ উড়িয়েছেন জুলহাস মোল্লা (২৮) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রি। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনার চরে উড়োজাহাজটি আকাশে ওড়ান। এ সময় মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন
১৫ মিনিট আগেচুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল
৩৮ মিনিট আগেটিনের চাল ও বেড়া দেওয়া কারখানায় থরে থরে সাজানো বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের ম্যাঙ্গো জুসের বোতল। পাশে ভর্তি হওয়ার অপেক্ষায় হাজারো খালি বোতল। একটু দূরে বিশাল ড্রাম জুসে পরিপূর্ণ। কিন্তু পুরো কারখানায় তল্লাশি চালিয়ে অস্তিত্ব পাওয়া যায়নি কোনো আমের। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা
৪৩ মিনিট আগে১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে করা মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আজ মঙ্গলবার (৪ মার্চ) কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে