আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ট্রেনে নিজ সংসদীয় এলাকায় যান আইনমন্ত্রী আনিসুল হক। তাঁকে স্বাগত জানাতে রেলস্টেশনে উপস্থিত হন আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেন। এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভা মেয়র।
এরপর কসবার উদ্দেশ্যে গাড়িতে করে চলে যান আনিসুল হক। স্টেশনের বাইরে বের হলে পৌরসভা মেয়র এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর এই প্রথম আইনমন্ত্রী এলাকায় এসেছেন। আমি নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে মেয়র সমর্থকের লোকজন বাধাঁ দেয়। এ সময় তাঁর কিছু লোকজন আমাকেসহ আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়। বিষয়টি আমি আইনমন্ত্রীকে জানিয়েছি।’
এ বিষয়ে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মনির চেয়ারম্যান যা বলেছে আসলে তেমন কিছু ঘটেনি। তবে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুরাদ হোসেন ভুইয়াকে কে বা কারা লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টিধাওয়া হয়। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি আইনমন্ত্রী অবগত হয়েছেন, তিনি দুঃখপ্রকাশ করেছেন।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনার পরে পুলিশের বিশেষ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ট্রেনে নিজ সংসদীয় এলাকায় যান আইনমন্ত্রী আনিসুল হক। তাঁকে স্বাগত জানাতে রেলস্টেশনে উপস্থিত হন আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মনির হোসেন। এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভা মেয়র।
এরপর কসবার উদ্দেশ্যে গাড়িতে করে চলে যান আনিসুল হক। স্টেশনের বাইরে বের হলে পৌরসভা মেয়র এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় আহত হন উভয় পক্ষের অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর এই প্রথম আইনমন্ত্রী এলাকায় এসেছেন। আমি নেতা-কর্মীদের নিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে মেয়র সমর্থকের লোকজন বাধাঁ দেয়। এ সময় তাঁর কিছু লোকজন আমাকেসহ আমার নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমার বেশ কয়েকজন কর্মী আহত হয়। বিষয়টি আমি আইনমন্ত্রীকে জানিয়েছি।’
এ বিষয়ে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, মনির চেয়ারম্যান যা বলেছে আসলে তেমন কিছু ঘটেনি। তবে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী মুরাদ হোসেন ভুইয়াকে কে বা কারা লাঞ্ছিত করে। এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে পাল্টাপাল্টিধাওয়া হয়। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি আইনমন্ত্রী অবগত হয়েছেন, তিনি দুঃখপ্রকাশ করেছেন।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ঘটনার পরে পুলিশের বিশেষ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
১২ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
৩২ মিনিট আগেআহত শিক্ষার্থী সোহেলুল হক বলেন, “আমরা গিয়ে বলেছিলাম স্যার আমাদের জীবনটা বাঁচান স্যার। তিন বছরেও আপনি কিছু করতে পারেননি। আমরা এনওসি এনেছি। আপনি সাইন করে দেন। এনওসিতে লেখা ছিল, ‘আমরা যেহেতু ওদের নিবন্ধনের ব্যবস্থা করতে পারছি না। অন্য কোথাও পড়াশোনা করলে আমাদের আপত্তি নেই।’ এই এনওসিতে তিনি...
৩৬ মিনিট আগেবরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে