বনে পড়ে ছিল মুখ–বুক থ্যাঁতলানো ব্যক্তির লাশ, হাতির আক্রমণ ধারণা পুলিশের 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৫০

কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় বন থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, নিহতের মুখে ও বুকে হাতির পায়ের ছাপ রয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের অদূরে সংরক্ষিত বন থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের পাশে সংরক্ষিত বনের ভেতর একটি মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বনের ভেতর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬০-৬৫। তাঁর মুখ ও বুক থ্যাঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্ট করার নমুনা সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত