কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সামরিক শাখার কমান্ডারসহ ছয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হাফেজ নূর মোহাম্মদ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তিনি আরসার সামরিক কমান্ডার বলে র্যাব জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, হাফেজ নূর মোহাম্মদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মানব পাচার ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
মো. আবু সালাম চৌধুরী বলেন, শুক্রবার রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকার গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কিছু সদস্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরসার কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে আটক করা হয়। পরে হাফেজ নূর মোহাম্মদের দেওয়া তথ্যে আরসার আরও পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
সহকারী পরিচালক জানান, অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য শনিবার সকালে র্যাব ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সামরিক শাখার কমান্ডারসহ ছয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হাফেজ নূর মোহাম্মদ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। তিনি আরসার সামরিক কমান্ডার বলে র্যাব জানিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, হাফেজ নূর মোহাম্মদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মানব পাচার ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
মো. আবু সালাম চৌধুরী বলেন, শুক্রবার রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকার গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কিছু সদস্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরসার কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে আটক করা হয়। পরে হাফেজ নূর মোহাম্মদের দেওয়া তথ্যে আরসার আরও পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
সহকারী পরিচালক জানান, অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য শনিবার সকালে র্যাব ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কামতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগেচলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আজ রাত ১০টায় আহ্বান করা বৈঠকে যাচ্ছে না কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।
১১ মিনিট আগেবিএনপি যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। এমন আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব। তিনি বলেন, ‘বিএনপি বৃহত্তর একটি দল। দল-মত-গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ
২১ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
৩৫ মিনিট আগে