Ajker Patrika

আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে নেমে সম্প্রতি আরাকান আর্মি হাতে আটক ২৯ জেলেকে আজ ফেরত এনেছে বিজিবি। ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে নেমে সম্প্রতি আরাকান আর্মি হাতে আটক ২৯ জেলেকে আজ ফেরত এনেছে বিজিবি। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে নেমে সম্প্রতি আরাকান আর্মি হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় নাফ নদীর টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন জেটিঘাট দিয়ে তাঁদের ফেরত আনা হয়। তাঁদের মধ্যে ১৫ জন বাংলাদেশি এবং ১৪ জন রোহিঙ্গা জেলে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে সীমান্তে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের অধিকাংশ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে চলে গেছে। বিভিন্ন সময় বিদ্রোহী গোষ্ঠীটি নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, ওই জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর আজ সন্ধ্যায় ২৯ জেলেকে ফেরিয়ে আনতে সক্ষম হয়েছে বিজিবি। তিনি বলেন, বিকেলে দুটি কাঠের নৌকাসহ বিজিবির একটি দল মোংডুর উদ্দেশে রওনা দেয়। এরপর সন্ধ্যায় জেলেদের নিয়ে ফিরে আসে। তাঁদের টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ওই জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেবে।

নাফ নদীর টেকনাফ জেটিঘাট এলাকাসহ বিভিন্ন পয়েন্ট থেকে ২০ ফেব্রুয়ারি ৪টি ট্রলারসহ ১৯ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে ১১ ফেব্রুয়ারি নাফ নদীর মোহনাসংলগ্ন এলাকা থেকে দুটি ট্রলারসহ ৪ জেলেকে এবং গত বছরের ১৬ নভেম্বর নাফ নদীর উখিয়ার পালংখালী সীমান্ত থেকে ৬ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত