আরেক ব্রহ্মচারীকে গ্রেপ্তারের দাবি কলকাতা ইসকনের, নাকচ করল চট্টগ্রাম পুলিশ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ৫৬
Thumbnail image
ইসকন নেতা শ্যাম দাস প্রভু ব্রহ্মচারী। ছবি: সংগৃহীত

শ্যাম দাস প্রভু নামে আরেক ব্রহ্মচারীকে গ্রেপ্তারের দাবি করেছে কলকাতা ইসকন। তবে এ দাবিকে নাকচ করে দিয়ে চট্টগ্রাম নগর পুলিশ জানিয়েছে, এই ধরনের কেউ গ্রেপ্তার নেই।

আজ শনিবার ভারতের আনন্দবাজার পত্রিকা, দি হিন্দু, এনডিটিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ইসকন নেতা শ্যাম দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রকাশ করে।

ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাসের এক্স (সাবেক টুইটার) পোস্টের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, চট্টগ্রাম পুলিশ আরও এক ব্রহ্মচারী শ্যাম দাসকে গ্রেপ্তার করেছে। তিনি কি সন্ত্রাসী? নির্দোষদের গ্রেপ্তারে ইসকন গভীরভাবে মর্মাহত। শ্যাম দাস চট্টগ্রাম কারাগারে বন্দী থাকা চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় তাঁকে হেফাজতে নেয় পুলিশ।

রাধারমণ দাস আরও দাবি করেন, ‘আমরা আরও তথ্য পাচ্ছি যে, চিন্ময় কৃষ্ণ দাসের সচিবকেও গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে একটি ইসকন কেন্দ্রেও দাঙ্গাবাজরা ভাঙচুর চালিয়েছে। এমন ঘটনা থামছে না। আমরা অসহায় বোধ করছি।’

তবে চট্টগ্রামে এই ধরনের কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে নগর পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা আজ শনিবার রাতে আজকের পত্রিকাকে বলেন, সাম্প্রতিক ইস্যু নিয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ওনারা আটক করেছে কিনা তা জানি না। কিন্তু কোতোয়ালী এলাকায় এই নামে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, ‘আমাদের কাছে ওনার গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য নেই।’

এ ছাড়া নগর পুলিশের গোয়েন্দা শাখা, বিশেষ শাখায় দায়িত্বরতরা জানিয়েছেন, এই নামের কাউকে গ্রেপ্তারের তথ্য নেই।

একটি সূত্র দাবি করছে, ওই ইসকন নেতাকে আটক করা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। আটকের খবরটি গুজব বলে জানান তিনি।

এই বিষয়ে চট্টগ্রামের ইসকন নেতাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত