নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩৬ ঘন্টা ভোগান্তির পর চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। গত শুক্রবার সকাল ১০টার পর নগরীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয় বলে জানান গ্রাহকেরা। এতে নগরীর বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. শফিউল আজম খান গ্যাস সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাত থেকে চট্টগ্রামের শিল্প–কারখানাসহ সব গ্রাহকেরা গ্যাস পাচ্ছেন। গ্যাস না পাওয়ার কোনো অভিযোগ আসেনি।’
জানা যায়, মহেশখালী এলএনজি টার্মিনালে দুটি বিশেষায়িত জাহাজ ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) আমদানি করা এলএনজি গ্যাসে পরিণত করে পাইপলাইনে চট্টগ্রামে সরবরাহ হয়। এই পাইপলাইন দিয়ে দৈনিক ১০০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ হতো। চট্টগ্রামের জন্য প্রয়োজনীয় গ্যাস রেখে বাকিটা জাতীয় গ্রিডে দেওয়া হতো।
গত বুধবার মধ্যরাতে একটি এফএসআরইউ সংস্কারের জন্য সিঙ্গাপুরে পাঠানোর পর চট্টগ্রামে গ্রাহকদের গ্যাস দিতে হিমশিম খায় কেজিডিসিএল। শুক্রবার সকাল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ ছিল। সকাল ১০টার পর নগরীতে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।
ওই দিন গ্যাস পায় বাকলিয়ার কিছু অংশ, চকবাজার, মেহেদীবাগ, বহদ্দারহাট, কোতোয়ালি ও আকবরশাহ থানার কিছু এলাকা। গ্যাসের চাপ কম এমন এলাকার মধ্যে ছিল হালিশহরের বেশ কিছু এলাকা ও বাকলিয়ার বউবাজার এলাকায়। আজ রোববার সেখানে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।
বাকলিয়ার বউবাজার এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাত থেকে গ্যাস এসেছে। গ্যাসের চাপও বেশি।’
এদিকে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলেও শিল্প–কারখানায় এখনো গ্যাসের চাপ কম বলে অভিযোগ করেছেন মালিকেরা। তারা জানান, বয়লার চালানোর জন্য প্রতি ঘনফুটে ১৫ পিএসআই গ্যাসের চাপ থাকা দরকার। কিন্তু অনেক কারখানায় চাপ কমে প্রতি ঘনফুটে ১ থেকে ২ পিএসআইতে দাঁড়িয়েছে। তাই, বয়লার পুরোপুরি সচল না হওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট রাকিবুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘৭৫ শতাংশ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও ২৫ শতাংশে এখনো গ্যাসের ফ্লু স্বাভাবিক হয়নি। ফলে বয়লার উৎপাদন করা যাচ্ছে না।’
৩৬ ঘন্টা ভোগান্তির পর চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। গত শুক্রবার সকাল ১০টার পর নগরীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয় বলে জানান গ্রাহকেরা। এতে নগরীর বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা গেছে।
কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী মো. শফিউল আজম খান গ্যাস সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাত থেকে চট্টগ্রামের শিল্প–কারখানাসহ সব গ্রাহকেরা গ্যাস পাচ্ছেন। গ্যাস না পাওয়ার কোনো অভিযোগ আসেনি।’
জানা যায়, মহেশখালী এলএনজি টার্মিনালে দুটি বিশেষায়িত জাহাজ ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) আমদানি করা এলএনজি গ্যাসে পরিণত করে পাইপলাইনে চট্টগ্রামে সরবরাহ হয়। এই পাইপলাইন দিয়ে দৈনিক ১০০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস সরবরাহ হতো। চট্টগ্রামের জন্য প্রয়োজনীয় গ্যাস রেখে বাকিটা জাতীয় গ্রিডে দেওয়া হতো।
গত বুধবার মধ্যরাতে একটি এফএসআরইউ সংস্কারের জন্য সিঙ্গাপুরে পাঠানোর পর চট্টগ্রামে গ্রাহকদের গ্যাস দিতে হিমশিম খায় কেজিডিসিএল। শুক্রবার সকাল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ ছিল। সকাল ১০টার পর নগরীতে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়।
ওই দিন গ্যাস পায় বাকলিয়ার কিছু অংশ, চকবাজার, মেহেদীবাগ, বহদ্দারহাট, কোতোয়ালি ও আকবরশাহ থানার কিছু এলাকা। গ্যাসের চাপ কম এমন এলাকার মধ্যে ছিল হালিশহরের বেশ কিছু এলাকা ও বাকলিয়ার বউবাজার এলাকায়। আজ রোববার সেখানে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।
বাকলিয়ার বউবাজার এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাত থেকে গ্যাস এসেছে। গ্যাসের চাপও বেশি।’
এদিকে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলেও শিল্প–কারখানায় এখনো গ্যাসের চাপ কম বলে অভিযোগ করেছেন মালিকেরা। তারা জানান, বয়লার চালানোর জন্য প্রতি ঘনফুটে ১৫ পিএসআই গ্যাসের চাপ থাকা দরকার। কিন্তু অনেক কারখানায় চাপ কমে প্রতি ঘনফুটে ১ থেকে ২ পিএসআইতে দাঁড়িয়েছে। তাই, বয়লার পুরোপুরি সচল না হওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট রাকিবুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘৭৫ শতাংশ শিল্পকারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও ২৫ শতাংশে এখনো গ্যাসের ফ্লু স্বাভাবিক হয়নি। ফলে বয়লার উৎপাদন করা যাচ্ছে না।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে