Ajker Patrika

বিয়ের ১৯ দিনের মাথায় গৃহবধূর মরদেহ উদ্ধার 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৬: ১৬
বিয়ের ১৯ দিনের মাথায় গৃহবধূর মরদেহ উদ্ধার 

চট্টগ্রামের রাউজানে বিয়ের ১৯ দিনের মাথায় নিজের ঘর থেকে জাহেদা আফরিন (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কমলার দিঘি এলাকায় গণির বাড়িতে এ ঘটনা ঘটে। 

মৃত জাহেদা আফরিন নোয়াপাড়া ইউনিয়নের মো. ইসমাইলের স্ত্রী। তিনি রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়ার মো. ইউসুফের মেয়ে।

জাহেদার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ আগস্ট মো. ইসমাইলের সঙ্গে জাহেদা আফরিনের বিয়ে হয়। নিহতের শাশুড়ি ৪০ দিন আগে মারা যান। বিয়ের পর বাপের বাড়ি যাওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। আজ (শুক্রবার) সকালে জাহেদা আফরিনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ইসমাইলের পরিবারের লোকজন। 

মৃত জাহেদার ভাই মো. ইব্রাহিম বলেন, ‘এটি পরিকল্পিত হত্যা। বিয়ের ১৯ দিনের মধ্যে একবারও আমার বোনকে বাড়িতে নিয়ে যেতে দেয়নি। আমার বোনের জামাই নেশাগ্রস্ত ছিল। বোনকে মেরে ফেলা হয়েছে।’ 

মৃতের স্বামী ইসমাইল বলেন, ‘গতকাল রাত থেকে কয়েকবার রুম থেকে বের হয়ে যেতে চেয়েছিল সে। সকালে একসঙ্গে নাশতা করেছিলাম। কিন্তু কী হয়ে গেল বুঝতে পারছি না।’ 

স্থানীয় ইউপি সদস্য মাসুদ পারভেজ বলেন, ‘সকাল ৯টার দিকে আমাকে ইসমাইলের মোবাইল থেকে ফোন করে বিষয়টি জানানো হয়। এরপর আমি গিয়ে দরজা খোলা অবস্থায় এবং মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’ 

এ বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, ‘সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দরজা খোলা অবস্থায় গৃহবধূর মরদেহ খাটে পড়ে থাকতে দেখি। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত