মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. সলিম উল্লাহ লাভলু হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার মান্দারতলী বাজার সড়কে আয়োজিত এ মানববন্ধনে নিহতের স্বজনসহ এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে নিহতের ছোট বোন কল্পনা বেগম বলেন, ‘অদৃশ্য কারণে লাভলু হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসেছে। আসামিরা বিভিন্ন সময় আমাদের পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে।’
ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন, ‘সলিম উল্লাহ লাভলু একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়তেন। এমন একজন ভালো মানুষকে দুষ্কৃতকারীরা হত্যা করেছে। লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।’
মামলার বাদী আহসান হাবীব নান্টু বলেন, ‘এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা চাই। দেড় বছর হয়ে গেল এখনো কোনো তথ্য উদ্ঘাটন হলো না। পুলিশ প্রশাসন চাইলে অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারে। খুব দ্রুত এই হত্যাকাণ্ডের আসামিরা আইনের আওতায় আসে—এটাই আমাদের দাবি।’
উল্লেখ্য, ২০২২ সালের ২ নভেম্বর রাতে দুর্বৃত্তরা সলিম উল্লাহ লাভলুকে হত্যা করে বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে যায়। এ ঘটনায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করা হয়। মামলায় ১ নম্বরসহ পাঁচ আসামিকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হলেও সবাই জামিনে রয়েছেন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. সলিম উল্লাহ লাভলু হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার মান্দারতলী বাজার সড়কে আয়োজিত এ মানববন্ধনে নিহতের স্বজনসহ এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে নিহতের ছোট বোন কল্পনা বেগম বলেন, ‘অদৃশ্য কারণে লাভলু হত্যা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসেছে। আসামিরা বিভিন্ন সময় আমাদের পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে।’
ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন, ‘সলিম উল্লাহ লাভলু একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়তেন। এমন একজন ভালো মানুষকে দুষ্কৃতকারীরা হত্যা করেছে। লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।’
মামলার বাদী আহসান হাবীব নান্টু বলেন, ‘এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা চাই। দেড় বছর হয়ে গেল এখনো কোনো তথ্য উদ্ঘাটন হলো না। পুলিশ প্রশাসন চাইলে অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারে। খুব দ্রুত এই হত্যাকাণ্ডের আসামিরা আইনের আওতায় আসে—এটাই আমাদের দাবি।’
উল্লেখ্য, ২০২২ সালের ২ নভেম্বর রাতে দুর্বৃত্তরা সলিম উল্লাহ লাভলুকে হত্যা করে বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে যায়। এ ঘটনায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করা হয়। মামলায় ১ নম্বরসহ পাঁচ আসামিকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হলেও সবাই জামিনে রয়েছেন।
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২০ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
২৯ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১ ঘণ্টা আগে