নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কুমিল্লা থেকে চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে যুবদলের সভাপতিকে কুমিল্লায় গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তারপর সকালে তাঁকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। গত সোমবারের সংঘর্ষের ঘটনার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
এই ঘটনায় ২৪ জন ও মামলা হওয়ার পর একজনসহ এখন পর্যন্ত ২৫ জনকে চার মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
মোশারফ হোসেন দিপ্তীর মেয়ে মার্জিয়া জাবিন বলেন, ‘বুধবার উচ্চ আদালতে একটি মামলায় তার হাজিরা দেওয়ার কথা ছিল। সে জন্য মঙ্গলবার তিনি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।’
গত ১৬ জানুয়ারি বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করছিল নগর বিএনপি। এ সময়ে নগরের কাজীর দেউড়ি মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ১৩শ জনকে আসামি করে চারটি মামলা দায়ের করা হয়েছে।
কুমিল্লা থেকে চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে যুবদলের সভাপতিকে কুমিল্লায় গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তারপর সকালে তাঁকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। গত সোমবারের সংঘর্ষের ঘটনার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
এই ঘটনায় ২৪ জন ও মামলা হওয়ার পর একজনসহ এখন পর্যন্ত ২৫ জনকে চার মামলায় গ্রেপ্তার দেখানো হলো।
মোশারফ হোসেন দিপ্তীর মেয়ে মার্জিয়া জাবিন বলেন, ‘বুধবার উচ্চ আদালতে একটি মামলায় তার হাজিরা দেওয়ার কথা ছিল। সে জন্য মঙ্গলবার তিনি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।’
গত ১৬ জানুয়ারি বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করছিল নগর বিএনপি। এ সময়ে নগরের কাজীর দেউড়ি মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ১৩শ জনকে আসামি করে চারটি মামলা দায়ের করা হয়েছে।
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
১ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
১ ঘণ্টা আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
১ ঘণ্টা আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
১ ঘণ্টা আগে