Ajker Patrika

চট্টগ্রামে ১৪ হাজার লিটার পাম তেলসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ১৪ হাজার লিটার পাম তেলসহ আটক ৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলীতে দুইটি ট্রাক থেকে ড্রাম ও কন্টেইনার ভর্তি ১৪ হাজার ১২০ লিটার পাম তেল জব্দ করেছে র‍্যাব-৭। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-মিজানুর রহমান (৩০), মাকসুদুর রহমান (২৬), জানে আলম (৫২), তাহের (৩০) ও মঞ্জুর আলম (২৫)।

র‍্যাবের সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, 'দুইটি ট্রাক থেকে ড্রামে ও কন্টেইনারে করে চোরাইকৃত এসব পাম তেল নিয়ে যাওয়া হচ্ছিল। এগুলো পরবর্তীতে বিভিন্ন বাজারে বিক্রি হতো। জব্দকৃত পাম তেলের আনুমানিক মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা। এ কাজে ব্যবহৃত ট্রাক দুইটি জব্দ করা হয়েছে।'

আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এ কাজের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছেন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত