রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি: ম্যানেজারকে উদ্ধারে কাজ চলছে, এখনো হয়নি মামলা

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১৪: ১৩
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৫: ৩৬

বান্দরবানের রুমা উপজেলায় কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করেছে। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকেও তুলে নিয়ে গেছে তারা। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান জানান, বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের মামলা হয়নি, ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে কাজ চলছে, এখনো কাউকে আটক করা হয়নি।

এদিকে এ ঘটনায় শান্তি প্রক্রিয়ায় প্রভাব পড়বে কি না—এই প্রশ্নে জেলা পুলিশ সুপার সৈকত শাহিন বলেন, চলমান শান্তি প্রক্রিয়ার সংলাপের মধ্যে কেন এ ধরনের ঘটনা ঘটেছে, তা আমরা খতিয়ে দেখছি।

শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখপাত্র, পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা বলেন, এ ঘটনায় শান্তি প্রক্রিয়ায় প্রভাব পড়বে, আমরা এ ঘটনায় স্তম্ভিত ও হতবাক, শান্তির সমঝোতা অমান্য করে তাদের এ ঘটনায় সবকিছু প্রশ্নবিদ্ধ।

আইনশৃঙ্খলায় প্রভাব পড়েছে কি না—এই প্রশ্নে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, এ ঘটনার পর সব সংস্থা একযোগে কাজ করছে, সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি, এখনো আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত