রাঙামাটি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং রিসোর্ট ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। ব্যবসায়ীরা যেন আবার ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য ব্যাংকগুলো যেন সহজ শর্তে ঋণ দেয়, সে ব্যবস্থা করা হবে।
আজ বুধবার বিকেলে সাজেক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। আজ রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও চাল বিতরণ করা হয়।
সুপ্রদীপ চাকমা বলেন, অগ্নিকাণ্ডের এই ক্ষতি অপূরণীয়। তবুও দায়িত্ব ও মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানো হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাজেক পরিদর্শনের সময় পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা, রাঙামাটির জেলা প্রশাসক হাবিব উল্লাহ, জেলা পরিষদের সদস্য প্রতুল বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার উপস্থিত ছিলেন।
গত সোমবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেকে অগ্নিকাণ্ডে বসতবাড়ি, রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টসহ ৯৪টি স্থাপনা পুড়ে যায়। চার ঘণ্টা ধরে এসব স্থাপনা পুড়ে। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ ঘটনার দিন জানিয়েছিলেন, আগুনে পুড়ে ছাই হয়েছে ৯৪ স্থাপনা। পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে রিসোর্ট ৩২টি, বসতবাড়ি ৩৫টি, দোকান ২০টি ও রেস্টুরেন্ট ৭টি। পুড়ে যাওয়া ৩৫ বসতের মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর ১৯টি, বাকি বসতগুলো লুসাই জনগোষ্ঠীর। তবে রাঙামাটি জেলা প্রশাসনের এক বার্তায় জানানো হয়, এই অগ্নিকাণ্ডে ১২০ থেকে ১৪০টির বেশি রিসোর্ট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, রাঙামাটির সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং রিসোর্ট ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। ব্যবসায়ীরা যেন আবার ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারেন, সে জন্য ব্যাংকগুলো যেন সহজ শর্তে ঋণ দেয়, সে ব্যবস্থা করা হবে।
আজ বুধবার বিকেলে সাজেক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। আজ রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও চাল বিতরণ করা হয়।
সুপ্রদীপ চাকমা বলেন, অগ্নিকাণ্ডের এই ক্ষতি অপূরণীয়। তবুও দায়িত্ব ও মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানো হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাজেক পরিদর্শনের সময় পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা, রাঙামাটির জেলা প্রশাসক হাবিব উল্লাহ, জেলা পরিষদের সদস্য প্রতুল বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার উপস্থিত ছিলেন।
গত সোমবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেকে অগ্নিকাণ্ডে বসতবাড়ি, রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্টসহ ৯৪টি স্থাপনা পুড়ে যায়। চার ঘণ্টা ধরে এসব স্থাপনা পুড়ে। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ ঘটনার দিন জানিয়েছিলেন, আগুনে পুড়ে ছাই হয়েছে ৯৪ স্থাপনা। পুড়ে যাওয়া স্থাপনার মধ্যে রিসোর্ট ৩২টি, বসতবাড়ি ৩৫টি, দোকান ২০টি ও রেস্টুরেন্ট ৭টি। পুড়ে যাওয়া ৩৫ বসতের মধ্যে ত্রিপুরা জনগোষ্ঠীর ১৯টি, বাকি বসতগুলো লুসাই জনগোষ্ঠীর। তবে রাঙামাটি জেলা প্রশাসনের এক বার্তায় জানানো হয়, এই অগ্নিকাণ্ডে ১২০ থেকে ১৪০টির বেশি রিসোর্ট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৭ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লেগেছে। চলন্ত অবস্থায় ট্রেনের জেনারেটরের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
১৪ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে ১৫ কিশোর ও যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও পাইপ জব্দ করা হয়।
২৫ মিনিট আগেনরসিংদী শহরের বড় বাজারের ডায়মন্ড নামের একটি টেইলার্সের দোকান কাপড়সহ পুড়ে গেছে। গতকাল বুধবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
২৯ মিনিট আগে