কক্সবাজারে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ১৬: ৩৩

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ আতহার নূর কাইফ (১৮) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। তিনি কক্সবাজার ডিসি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। 

টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মনজুর মোরশেদ বলেন, আজ শুক্রবার সকালে আতহার নূর কাইফ তাঁর এক খালাতো ভাই ও এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে যায়। একপর্যায়ে সাগরের ঢেউয়ের স্রোতে আতহার নূর কাইফ ভেসে যায়। এ সময় সঙ্গে থাকা দুজনের শোর চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা তাঁকে উদ্ধারে গেলেও সন্ধান পাননি। 

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপার ভাইজার বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে সাগরের বিভিন্ন পয়েন্টে বিচকর্মী, লাইফ গার্ড ও টুরিস্ট পুলিশ কাজ করছে। 
আতহার নূর কাইফ সাগরে নিখোঁজ হওয়ার খবরে তাঁর সহপাঠী, আত্মীয়-স্বজন ও শিক্ষকেরা সৈকতে ছুটে যান। 

কক্সবাজার ডিসি কলেজের শিক্ষক রোশনা আক্তার সোমা বলেন, আতহার নূর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র। চলমান এইচএসসি পরীক্ষা দিচ্ছে সে। 

এদিকে লঘুচাপের কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। আবহাওয়া অফিস কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। এ কারণে আজ শুক্রবার সকাল থেকে সৈকতে সতর্কতামূলক লাল পতাকা টাঙানো হয়েছে। তারপরও অনেকেই নির্দেশনা না মেনে সাগরে গোসলে নামছেন বলে জানিয়েছেন বিচকর্মীরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত