Ajker Patrika

কক্সবাজারে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ আতহার নূর কাইফ (১৮) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। তিনি কক্সবাজার ডিসি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। 

টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মনজুর মোরশেদ বলেন, আজ শুক্রবার সকালে আতহার নূর কাইফ তাঁর এক খালাতো ভাই ও এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে যায়। একপর্যায়ে সাগরের ঢেউয়ের স্রোতে আতহার নূর কাইফ ভেসে যায়। এ সময় সঙ্গে থাকা দুজনের শোর চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা তাঁকে উদ্ধারে গেলেও সন্ধান পাননি। 

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপার ভাইজার বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে সাগরের বিভিন্ন পয়েন্টে বিচকর্মী, লাইফ গার্ড ও টুরিস্ট পুলিশ কাজ করছে। 
আতহার নূর কাইফ সাগরে নিখোঁজ হওয়ার খবরে তাঁর সহপাঠী, আত্মীয়-স্বজন ও শিক্ষকেরা সৈকতে ছুটে যান। 

কক্সবাজার ডিসি কলেজের শিক্ষক রোশনা আক্তার সোমা বলেন, আতহার নূর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র। চলমান এইচএসসি পরীক্ষা দিচ্ছে সে। 

এদিকে লঘুচাপের কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। আবহাওয়া অফিস কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। এ কারণে আজ শুক্রবার সকাল থেকে সৈকতে সতর্কতামূলক লাল পতাকা টাঙানো হয়েছে। তারপরও অনেকেই নির্দেশনা না মেনে সাগরে গোসলে নামছেন বলে জানিয়েছেন বিচকর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত