কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে ফিশিং ট্রলার ও স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমে সৈকত এলাকায় এই দুজনের মরদেহ ভেসে আসে।
নিহত ব্যক্তিরা হলেন মো. ফাহাদ (২৮) ও মো. ইসমাইল (২৭)। তাঁরা সেন্ট মার্টিন দ্বীপের কোনার পাড়ার বাসিন্দা। এ দুজন স্পিডবোটে করে ট্রলারের নিখোঁজ যাত্রীকে উদ্ধারে সাগরে নেমেছিলেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সমুদ্রসৈকতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এবং সেন্ট মার্টিন দ্বীপে স্বজনদের খবর দেয়।
দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটিতে এসে স্বজনেরা মরদেহ দুটি গ্রহণ করেন বলে জানান সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান।
গত বুধবার বেলা আড়াইটার দিকে টেকনাফ থেকে নিত্যপণ্য ও যাত্রী নিয়ে এফবি সাদ্দাম নামের একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে ৬ জন মাঝিমাল্লা এবং ১২ জন যাত্রী ছিলেন।
ঘটনার পরপরই সেন্ট মার্টিন ঘাট থেকে কয়েকটি ফিশিং ট্রলার, কয়েকটি স্পিডবোট সাগরে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধারকারীরা ট্রলারের ১১ যাত্রীকে উদ্ধার করতে পারলেও নুর মোহাম্মদ সৈকত (২২) নামের এক তরুণ নিখোঁজ হন। এই তরুণকে উদ্ধার করতে গিয়ে মো. ফাহাদ ও মো. ইসমাইল স্পিডবোট নিয়ে সাগরে ডুবে যান।
কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে ফিশিং ট্রলার ও স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমে সৈকত এলাকায় এই দুজনের মরদেহ ভেসে আসে।
নিহত ব্যক্তিরা হলেন মো. ফাহাদ (২৮) ও মো. ইসমাইল (২৭)। তাঁরা সেন্ট মার্টিন দ্বীপের কোনার পাড়ার বাসিন্দা। এ দুজন স্পিডবোটে করে ট্রলারের নিখোঁজ যাত্রীকে উদ্ধারে সাগরে নেমেছিলেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সমুদ্রসৈকতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এবং সেন্ট মার্টিন দ্বীপে স্বজনদের খবর দেয়।
দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটিতে এসে স্বজনেরা মরদেহ দুটি গ্রহণ করেন বলে জানান সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান।
গত বুধবার বেলা আড়াইটার দিকে টেকনাফ থেকে নিত্যপণ্য ও যাত্রী নিয়ে এফবি সাদ্দাম নামের একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে ৬ জন মাঝিমাল্লা এবং ১২ জন যাত্রী ছিলেন।
ঘটনার পরপরই সেন্ট মার্টিন ঘাট থেকে কয়েকটি ফিশিং ট্রলার, কয়েকটি স্পিডবোট সাগরে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধারকারীরা ট্রলারের ১১ যাত্রীকে উদ্ধার করতে পারলেও নুর মোহাম্মদ সৈকত (২২) নামের এক তরুণ নিখোঁজ হন। এই তরুণকে উদ্ধার করতে গিয়ে মো. ফাহাদ ও মো. ইসমাইল স্পিডবোট নিয়ে সাগরে ডুবে যান।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগেবান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১ ঘণ্টা আগে