৫০ কেজি জাটকা জব্দ, ১২ জেলেকে জরিমানা 

লক্ষ্মীপুর প্রতিনিধি
Thumbnail image

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় জাটকা ধরায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃত জেলেদের ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ সোমবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুদ্দিন মো. রেজা। 

আটককৃত জেলেরা হলেন, নিজাম উদ্দিন, নিরব হোসেন, রিয়াদ হোসেন, শাহজাহান, সজিব হোসেন, সাহাবুদ্দিন, সবুজ হোসেন, হেজু ইসলাম, লিটন মাঝি, শিপন হোসেন ও জামাল হোসেন। তাঁদের সবার বাড়ি কমলনগর ও সদর উপজেলায়। 

এর আগে, সোমবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত মেঘনার মতিরহাট, লুধুয়া, চরকালকিনি, মজুচৌধুরীরহাট এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মৎস্য বিভাগ, নৌ–পুলিশ মেঘনা নদীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১২ জেলেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ কেজি জাটকা ও দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মতিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১২ জেলেকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত ৫০ কেজি জাটকা এতিমখানায় বিতরণ ও কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নদীতে দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছি। প্রতিদিন কয়েক ভাগে নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন জেলেকে জরিমানা করা হয়। ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত প্রায় শতাধিক অভিযান পরিচালনা করা হয়। ৩০ এপ্রিল পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’ 

উল্লেখ্য, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত একশ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। 

এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া বরফ কলগুলো বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে জেল–জরিমানার বিধান রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত