নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ক্যাম্পে নিবন্ধিত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে অনিবন্ধিতদেরও ঠাঁই হচ্ছে। আজ সোমবার উপজেলার তুমব্রু গ্রাম থেকে নিবন্ধিত-অনিবন্ধিতসহ ২ হাজার ১৯৭ জন রোহিঙ্গা নাগরিককে ট্রানজিটে ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৮ জন নিবন্ধিত, আর অনিবন্ধিত ৯৯ জন।
বাকি অনিবন্ধিত রোহিঙ্গাদের একই কায়দায় কুতুপালং-সংলগ্ন ঘুমধুমের এই ট্রানজিট ক্যাম্পে নেওয়া হবে। পরে তাঁদের (অনিবন্ধিতদের) রেজিস্ট্রেশন করে শরণার্থীশিবিরে ঘর বরাদ্দ দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেন স্থানান্তর কার্যক্রম তদারককারী কুতুপালংস্থ ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ সিআইসি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) জহিরুল ইসলাম ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ।
তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ‘১৮ ফেব্রুয়ারি থেকে তিন দিনে সোয়া চার হাজার রোহিঙ্গা শূন্যরেখা থেকে তুমব্রুতে আশ্রয় নিলেও সপ্তাহান্তে গুনে পাওয়া গেছে ২ হাজার ৯৭০ জন। এদের মধ্যে ষষ্ঠ দফায় ট্রানজিট ক্যাম্পে (১৩ ফেব্রুয়ারি পর্যন্ত) নেওয়া হয় ২ হাজার ১৯৭ জন।’
এ বিষয়ে কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় তিন হাজার রোহিঙ্গার মধ্যে দুই হাজারের অধিক আগের নিবন্ধিত। আজ যাদের ট্রানজিট ক্যাম্পে আনা হয়েছে।’
মোহাম্মদ মিজানুর রহমান আরও জানান, বাকিরা অনিবন্ধিত ছিল। এদের আগে ট্রানজিট ক্যাম্পে এনে রেজিস্ট্রেশন করে শিবিরে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
এ নিয়ে কোনো ঝামেলা হবে না। যথানিয়মে তাদের আনা হবে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ক্যাম্পে নিবন্ধিত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে অনিবন্ধিতদেরও ঠাঁই হচ্ছে। আজ সোমবার উপজেলার তুমব্রু গ্রাম থেকে নিবন্ধিত-অনিবন্ধিতসহ ২ হাজার ১৯৭ জন রোহিঙ্গা নাগরিককে ট্রানজিটে ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৮ জন নিবন্ধিত, আর অনিবন্ধিত ৯৯ জন।
বাকি অনিবন্ধিত রোহিঙ্গাদের একই কায়দায় কুতুপালং-সংলগ্ন ঘুমধুমের এই ট্রানজিট ক্যাম্পে নেওয়া হবে। পরে তাঁদের (অনিবন্ধিতদের) রেজিস্ট্রেশন করে শরণার্থীশিবিরে ঘর বরাদ্দ দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করেন স্থানান্তর কার্যক্রম তদারককারী কুতুপালংস্থ ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ সিআইসি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) জহিরুল ইসলাম ও ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ।
তাঁরা আজকের পত্রিকাকে বলেন, ‘১৮ ফেব্রুয়ারি থেকে তিন দিনে সোয়া চার হাজার রোহিঙ্গা শূন্যরেখা থেকে তুমব্রুতে আশ্রয় নিলেও সপ্তাহান্তে গুনে পাওয়া গেছে ২ হাজার ৯৭০ জন। এদের মধ্যে ষষ্ঠ দফায় ট্রানজিট ক্যাম্পে (১৩ ফেব্রুয়ারি পর্যন্ত) নেওয়া হয় ২ হাজার ১৯৭ জন।’
এ বিষয়ে কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় তিন হাজার রোহিঙ্গার মধ্যে দুই হাজারের অধিক আগের নিবন্ধিত। আজ যাদের ট্রানজিট ক্যাম্পে আনা হয়েছে।’
মোহাম্মদ মিজানুর রহমান আরও জানান, বাকিরা অনিবন্ধিত ছিল। এদের আগে ট্রানজিট ক্যাম্পে এনে রেজিস্ট্রেশন করে শিবিরে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
এ নিয়ে কোনো ঝামেলা হবে না। যথানিয়মে তাদের আনা হবে।
নোয়াখালীর চাটখিলে ফেসবুক লাইভে এসে জয় বাংলা স্লোগান দেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ওই যুবলীগ কর্মীর নাম ইউসুফ দফাদার। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুরের দফাদার বাড়ির বাসিন্দা।
১ সেকেন্ড আগেনিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
১২ মিনিট আগেঅন্য বিভাগ থেকে সভাপতি নিয়োগের আদেশ প্রত্যাহার ও নিজ বিভাগ থেকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের
১৫ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে সাদাপোশাকে সড়কে অভিযান চালানো পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ছিনতাইকারী সন্দেহে আটকে রাখেন স্থানীয় লোকজন। দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে ফিরোজ রানা নামের ওই এএসআইকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার পর তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে