সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
‘শুনেন, যে চেয়ারম্যান মহিউদ্দিন হেতারে (তাকে) জিজ্ঞেস করিয়েন, বলে তুই আগে কি একরাম চৌধুরীর বাইত যাই চেহারা এমনের তুন ওপরে তুলতি না, ভাবি আঁরে বাঁচান ভাবি আঁরে বাঁচান। অনকা (এখন) হেই মহিউদ্দিন চৌধুরী জোট বাইনছে, বানদো, আজ্জা জোট বান্দি যদি জনগণের উন্নয়ন করতে পারো, করো। তোর ডিও লেটারে তো আর উন্নয়ন আডি (হেঁটে) আইতো নোই। তুই কোদদুরা ইউনিয়ন চেয়ারম্যান, তুই শুধু সিলিভ (স্লিপ) এক্কা দিতা হাইরবা, আর জনগণের চাইল ৩০ কেজির তুন হোনরো (১৫) কেজি মারতে হাইরবা। ষড়যন্ত্র পাটায় বা ষড়যন্ত্র পাটানো কারীদের আপনারা চিহ্নিত করে রাখেন।’
সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে একমাত্র ছেলে সাবাব চৌধুরীর আনারস প্রতীকের উঠান বৈঠকে এমন মন্তব্য করেছেন কবির হাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলী। তিনি নোয়াখালী–৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী।
রোববার (৫ মে) বিকেলে ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় সত্তরমাঝি বাড়িতে উঠান বৈঠকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীকে উদ্দেশ করে এমন মন্তব্য করেন শিউলী।
সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরীর মা তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমের দোয়াত কলম মার্কার ভোট করছেন। বিভিন্ন স্থানে সভা সমাবেশেও উপস্থিত থাকছেন।
এর আগে কামাল বাজারে মহিউদ্দিন চৌধুরীকে হুমকি দিতে শোনা যায় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকেও।
ছেলে সাবাব চৌধুরীকে ভোট না দিলে উন্নয়ন না করার হুমকি দেন তিনি। এক বক্তব্যে তিনি বলেন, যে এলাকা থেকে ভোট কম দেবেন, সে এলাকায় কোনো উন্নয়নে হাত দেব না। স্ব স্ব এলাকা, গিভ অ্যান্ড টেক। আমাকে দেবেন, আমি আপনাদের দেব। আমারে এমপি বানাইছেন, আমি তো বলছি, পাঁচ বছর ক্ষমতায় আছি, এখন আমার মনমতো উপজেলা চেয়ারম্যান যদি বানান, আমার মিডলম্যান, আমি আপনাদের উপহার দিয়ে গেলাম।
এর আগেও এমপি একরামুল করিম চৌধুরী এমন বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দেন।
মোহাম্মদপুরের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী এই বক্তব্যের বিষয়ে বলেন, ‘আমি কখনো অন্যায় অপরাধ করিনি। কারও কাছে মাথা নামিয়ে কথাও বলি না। মাফও চাই না। কিছু ব্যক্তি নির্বাচন এলে মাফ চাইবে, নির্বাচিত হলে নিজেকে খোদা মনে করবে! ঘৃণা করি মিথ্যাবাদী বেইমানদের, ওনার পাশে দাঁড়ানো যারা, তাঁরা কী করে খোঁজখবর নিয়ে দেখেন। চোর ডাকাত টাউট বাটপার পাশে নিয়ে ৮ নং মোহম্মদপুর জনগণকে বোকা বানানো যাবে না।’
‘শুনেন, যে চেয়ারম্যান মহিউদ্দিন হেতারে (তাকে) জিজ্ঞেস করিয়েন, বলে তুই আগে কি একরাম চৌধুরীর বাইত যাই চেহারা এমনের তুন ওপরে তুলতি না, ভাবি আঁরে বাঁচান ভাবি আঁরে বাঁচান। অনকা (এখন) হেই মহিউদ্দিন চৌধুরী জোট বাইনছে, বানদো, আজ্জা জোট বান্দি যদি জনগণের উন্নয়ন করতে পারো, করো। তোর ডিও লেটারে তো আর উন্নয়ন আডি (হেঁটে) আইতো নোই। তুই কোদদুরা ইউনিয়ন চেয়ারম্যান, তুই শুধু সিলিভ (স্লিপ) এক্কা দিতা হাইরবা, আর জনগণের চাইল ৩০ কেজির তুন হোনরো (১৫) কেজি মারতে হাইরবা। ষড়যন্ত্র পাটায় বা ষড়যন্ত্র পাটানো কারীদের আপনারা চিহ্নিত করে রাখেন।’
সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে একমাত্র ছেলে সাবাব চৌধুরীর আনারস প্রতীকের উঠান বৈঠকে এমন মন্তব্য করেছেন কবির হাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলী। তিনি নোয়াখালী–৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী।
রোববার (৫ মে) বিকেলে ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় সত্তরমাঝি বাড়িতে উঠান বৈঠকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীকে উদ্দেশ করে এমন মন্তব্য করেন শিউলী।
সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরীর মা তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমের দোয়াত কলম মার্কার ভোট করছেন। বিভিন্ন স্থানে সভা সমাবেশেও উপস্থিত থাকছেন।
এর আগে কামাল বাজারে মহিউদ্দিন চৌধুরীকে হুমকি দিতে শোনা যায় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকেও।
ছেলে সাবাব চৌধুরীকে ভোট না দিলে উন্নয়ন না করার হুমকি দেন তিনি। এক বক্তব্যে তিনি বলেন, যে এলাকা থেকে ভোট কম দেবেন, সে এলাকায় কোনো উন্নয়নে হাত দেব না। স্ব স্ব এলাকা, গিভ অ্যান্ড টেক। আমাকে দেবেন, আমি আপনাদের দেব। আমারে এমপি বানাইছেন, আমি তো বলছি, পাঁচ বছর ক্ষমতায় আছি, এখন আমার মনমতো উপজেলা চেয়ারম্যান যদি বানান, আমার মিডলম্যান, আমি আপনাদের উপহার দিয়ে গেলাম।
এর আগেও এমপি একরামুল করিম চৌধুরী এমন বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দেন।
মোহাম্মদপুরের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী এই বক্তব্যের বিষয়ে বলেন, ‘আমি কখনো অন্যায় অপরাধ করিনি। কারও কাছে মাথা নামিয়ে কথাও বলি না। মাফও চাই না। কিছু ব্যক্তি নির্বাচন এলে মাফ চাইবে, নির্বাচিত হলে নিজেকে খোদা মনে করবে! ঘৃণা করি মিথ্যাবাদী বেইমানদের, ওনার পাশে দাঁড়ানো যারা, তাঁরা কী করে খোঁজখবর নিয়ে দেখেন। চোর ডাকাত টাউট বাটপার পাশে নিয়ে ৮ নং মোহম্মদপুর জনগণকে বোকা বানানো যাবে না।’
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতঘেঁষা মার্কেটটি একসময় টাইলস মার্কেট নামে পরিচিত ছিল। নিচতলায় রয়েছে ৪০-৫০টি দোকান। অনেক আগেই এই মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু সে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে কার্যক্রম। শুধু তা-ই নয়, সৈকত দখল করে মার্কেটটি সম্প্রসারণ করা হচ্ছে...
২৩ মিনিট আগেমৌলভীবাজারে মনু ও ধলাই নদীর ১৬টি প্রতিরক্ষা বাঁধসহ অন্যান্য ছোট নদীর অসংখ্য বাঁধ ভেঙে গত বছর জেলায় চার দফা বন্যা হয়েছে। বন্যায় ফসল ও ঘরবাড়ি হারিয়েছে হাজারো মানুষ। পানিবন্দী হয়ে পড়ে প্রায় চার লাখ মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৬০০ কোটি টাকার অধিক। এত কিছুর পরও জেলার অন্যতম প্রধান দুই নদীর প্রতিরক্ষা...
৩১ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৈসাবি ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি শহরের নারানখাইয়া এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের মাঠে ফিতা কেটে চার দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান...
৪২ মিনিট আগেচলছে চৈত্রের দাবদাহ। বাজারে কদর বেড়েছে রসাল ফল আনারসের। বিশেষ করে কদর বেড়েছে খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ে উৎপাদিত আনারসের। কিন্তু আগেভাগে বাজারজাত করা এবং বেশি মুনাফার আশায় আনারসে মাত্রাতিরিক্ত ইথোফেন হরমোন প্রয়োগ করছেন চাষিরা। এতে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা তৈরি হয়েছে। তবে কৃষিবিদদের দাবি, পরিপক্ব ফল...
১ ঘণ্টা আগে