চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে কুমিল্লার ভানী ইউপি নির্বাচন স্থগিত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৫
Thumbnail image

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রোববার রাতে ওই ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল মারা যাওয়ার কারণে এই নির্বাচন স্থগিত করা হয়েছে। রোববার রাতেই এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিস।  

এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নুরুজ্জামান মুকুল ভানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ছিলেন। 

মুকুলের ভাই কামরুল ইসলাম বলেন, ‘রোববার সন্ধ্যায় নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হাজি জালাল উদ্দিন (মোটরবাইক) ও তাঁর লোকজন একত্রিত হয়। এ সময় হাজি জালালের ভাগনে চান্দিনা উপজেলা ছাত্রদলের সভাপতি কাইয়ুমকে দেখে তাঁকে বহিরাগত হিসেবে মুকুল প্রতিবাদ জানান। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাইয়ুম মুকুলের বুকে লাথি মারলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 
 

মারধরের অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্রপ্রার্থী হাজি জালাল উদ্দিন বলেন, ‘দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। তবে লাথি মারার বিষয়টি সত্য নয়। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’ 

জালাল উদ্দিন বলেন, পুলিশ তাঁর ভাগনে কাইয়ুমকে আটক করে থানায় নিয়ে গেছে। 

এ বিষয়ে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘চেয়ারম্যান পদপ্রার্থী নুরুজ্জামান মুকুলের মৃত্যুর কারণে ভানী ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত