Ajker Patrika

সহকর্মীকে বুলিং, খাগড়াছড়িতে স্কুলশিক্ষক কারাগারে 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৮: ২০
সহকর্মীকে বুলিং, খাগড়াছড়িতে স্কুলশিক্ষক কারাগারে 

সহকর্মীকে বুলিংয়ের দায়ে পর্ণগ্রাফি আইনে খাগড়াছড়িতে এক স্কুলশিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে আজ সোমবার সকালে তাকে আটক করা হয়। পরে খাগড়াছড়ি সদর থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মুক্তা ধর। 

অভিযুক্ত শিক্ষক উদয়ন ত্রিপুরা (২৭), সদর উপজেলার অমৃত পাড়া এলাকার বাসিন্দা। তিনি ভাইবোনছড়া ইউনিয়নের বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

মামলা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি থেকে ভিকটিম স্কুল শিক্ষিকার মেসেঞ্জারে (ভিকটিমের একটি ছবি) এডিট করে অশ্লীলভাবে পাঠান। এ ছাড়া ওই আইডিতে নানা অশ্লীল লেখালেখি করে ভিকটিমকে হেনস্তা করা হয়। 

এ বিষয়ে গত শনিবার (১৩ জানুয়ারি) ভিকটিম ফেসবুক আইডিটির বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশের সাইবার টিম প্রযুক্তির সহায়তায় আইডিটি শনাক্ত করে ব্যবহৃত ডিভাইসসহ অভিযুক্ত স্কুলশিক্ষককে আটক করা হয়। 

জেলা পুলিশ সুপার মুক্তা ধর আজকের পত্রিকাকে বলেন, ‘প্রযুক্তিগতভাবে পুলিশ এখন অনেক সমৃদ্ধ। সাইবার ক্রাইম দমনে পুলিশের স্পেশাল টিম রয়েছে। সাইবার অপরাধ করে কেউ বাঁচতে পারবে না। আটক অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত