Ajker Patrika

চাঁদপুরে বাসে অগ্নিকাণ্ড, হেলপার দগ্ধ 

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৩: ০০
চাঁদপুরে বাসে অগ্নিকাণ্ড, হেলপার দগ্ধ 

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহন নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়িতে ঘুমিয়ে থাকা হেলপার খোকন মিয়া দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ শনিবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। বাসের মালিকের দাবি, দুর্বৃত্তরা এই আগুন লাগিয়েছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশনের উপপরিচালক সানোয়ার হোসেন  বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বাসের সিট ও গ্লাস আংশিক পুড়ে যায়। তদন্তের পর বলা যাবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

চালক নাছির উদ্দীন বিপ্লব জানান, হেলপারসহ তাঁরা দুজন বাসে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর লাফিয়ে গাড়ি থেকে নেমে যান। এ সময় তিনি মাথায় আঘাত পান।

চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনসুর আহমেদ বলেন, দগ্ধ হেলপারের শরীরের সামান্য অংশ পুড়েছে। এখানেই চিকিৎসা হবে। তিনি বিপদমুক্ত।

নোয়াখালী-চাঁদপুরে চলাচলকারী আনন্দ পরিবহন বাসের মালিক শম্ভু চন্দ্র দাস দাবি করেন, কয়েকজন মুখোশধারী যুবক এসে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গাড়িটি গতকাল নির্বাচনী কাজে নিয়োজিত ছিল। আজকে আবারও নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত